একাই করলেন ২০৮ রান, বিউমন্ট ভাঙলেন ৮৮ বছরের পুরনো রেকর্ড! ৯২ রানে এগিয়ে অজিরা
শুভব্রত মুখার্জি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মহিলা অ্যাশেজের প্রথম টেস্ট একেবারে জমে উঠেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা বিরাট স্কোরের জবাব দারুণভাবে দিয়েছে ইংল্যান্ড। আর তা সম্ভব হয়েছে তাদের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে। ইতিমধ্যেই দ্বিশতরান সম্পন্ন করে ফেলেছেন বিউমিন্ট। তবে দ্বিশতরান করার আগেই তিনি ভেঙে দিয়েছেন ৮৮ বছরের পুরনো এক রেকর্ডকে। গড়েছেন নয়া নজির। ইংল্যান্ডের মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়েছেন তিনি।
এই নজির গড়ার পথে বিউমন্ট ভেঙে দিয়েছেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার নজিরকে। ১৯৩৫ সালে এই নজির গড়েছিলেন বেটি। যা ২০২৩ সালে ভেঙে দিলেন বিউমন্ট। ১৯৩৫ সালে ১৮৯ রান করেছিলেন বেটি। যা ইংল্যান্ডের মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন ধরে সর্বোচ্চ রানের নজির ছিল। সেই নজিরকেই ভেঙে দিয়েছেন বিউমন্ট। ইতিমধ্যেই তাঁর দ্বিশতরানও সম্পন্ন করে ফেলেছেন বিউমন্ট। ১৯৩৫ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন বেটি। আর এদিন ট্রেন্টব্রিজে অর্থাৎ একমাত্র মহিলা অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনে চা বিরতির কিছু আগেই ৮৮ বছরের পুরনো নজির ভেঙে দিলেন বিউমন্ট।
বিউমন্ট এদিন দ্বিশতরান করার সপ্তাহখানেক আগেই দ্বিশতরান করেছিলেন। ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে করেছিলেন ২০১ রান। এই ম্যাচেও সেই ফর্ম ধরে রাখলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই অজিদের প্রথম ইনিংসে করা ৪৭৩ রানের কড়া জবাব দিল ইংল্যান্ড। ২০৮ রান করে অবশেষে থামলেন ট্যামি বিউমন্ট। অ্যাশ গার্ডনারের বলে বোল্ড হন তিনি। ৪৬৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড দল। ড্যানি ওয়াট করেন ৪৪ রান। ফলে ১০ রানের লিড পেয়েছে অজিরা।
১০ রানের লিড হাতে নিয়ে ব্যাট করতে নেমে অজিরা মারকাটারি ব্যাট করতে শুরু করেন। দুই ওপেনার আক্রমনাত্মক ব্যাট করেন। মাত্র ১৯ ওভারে ৮২ রান করেছেন তারা। ফলে লিড দাঁড়িয়েছে ৯২। বেথ মুনি ৩৩ রানে এবং ফোবে লিচফিল্ড অপরাজিত রয়েছেন ৪১ রানে।
For all the latest Sports News Click Here