একহাতে মারা ছয়টা পন্তের জন্য, আবেগে ভাসলেন অক্ষর
শুভব্রত মুখার্জি: আইপিএল শুরুর কয়েক মাস আগেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় কিপার ব্যাটার ঋষভ পন্ত। বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি। তবে চোট এতটই গুরুতর ছিল আইপিএলে যে তাঁর খেলা হবে না তা নিশ্চিত হয়ে যায়। এমন অবস্থায় দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন ডেভিড ওয়ার্নার। তবে ১৬ তম আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি দিল্লির। ইতিমধ্যেই দুটি ম্যাচে হেরে গিয়েছে তাঁরা। শেষ ম্যাচে গুজরাটের কাছে নিজেদের ঘরের মাঠে তাঁদেরকে হারতে হয়েছে ছয় উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচে দিল্লির হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অক্ষর প্যাটেল। এই ম্যাচেই পন্তের কায়দায় এক হাতে একটি ছয় হাঁকাতে দেখা যায় অক্ষর প্যাটেলকে। আর সেই ছয় নিয়ে বলতে গিয়েই অক্ষর প্যাটেল জানিয়েছেন পন্তকে বলেছিলাম ওই একহাতে মারা ছয়টা তোমার জন্য।
গাড়ি দুর্ঘটনার পরে মঙ্গলবারেই প্রথম জনসমক্ষে আসেন ঋষভ পন্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি উপস্থিত হয়েছিলেন গুজরাট বনাম দিল্লির ম্যাচ দেখতে। এই মরশুমে দিল্লির দ্বিতীয় ম্যাচটি দেখতে স্ট্যান্ডে উপস্থিত ছিলেন তিনি। যদিও তাতেও বদলায়নি দিল্লির ভাগ্য। এই মরশুমে আপাতত দুটি ম্যাচ খেলে দুটিতেই হারতে হয়েছে তাদের। গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের কাছে তাদের হারতে হয়েছে ছয় উইকেটে। এই ম্যাচেই ব্যাট হাতে ২২ বলে ৩৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন অক্ষর।
দিল্লির সহ অধিনায়ক অক্ষর প্যাটেলের এই ঝোড়ো ৩৬ রানে ভর করেই দিল্লি ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করতে সমর্থ হয়। এই ৩৬ রানের ইনিংসের সবথেকে বড় হাইলাইটস ছিল অক্ষরের এক হাতে মারা ছক্কা। যা ভক্তদের নিঃসন্দেহে মনে করিয়ে দিয়েছে পন্তের ব্যাটিং স্টাইলকে। পরবর্তীতে এই ছয়টি সম্বন্ধে বলতে গিয়ে অক্ষর বলেছেন ‘আমি এটা (এক হাতে ছয়) একেবারেই পরিকল্পনা করে মারিনি। আমার ‘বটম হ্যান্ড’টা ব্যাট থেকে সরে গিয়েছিল। আমি যখন ছয়টা মারতে যাই তখন ঘটে ঘটনাটি। সৌভাগ্যবশত আমি এক হাতে বলটিকে ছয় মারতে পেরেছিলাম। আর পরবর্তীতে আমি ঋষভকে এটাই বলেছিলাম যে ঋষভ এই ছয়টা তোমার জন্য। আমার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমি সত্যিই খুব খুশি ছিলাম। আমি আশা করব যে দিল্লির হয়ে আমি ভালো পারফরম্যান্স করতে পারব।’
For all the latest Sports News Click Here