একসময় বলিউডে মেয়েদের চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয়ের সুযোগ কম ছিল, অকপট মাধুরী
আসছে মাধুরী দীক্ষিতের নতুন ছবি ‘মাজা মা’। গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিং এবং সৃষ্টি শ্রীবাস্তব অভিনীত ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। মাধুরী সহ ছবির কাস্টরা হিন্দুস্তান টাইমসের সঙ্গে আড্ডায় ধরা দিয়েছিলেন। সিনেমার বিভিন্ন দিকগুলি নিয়ে কথা বলেছেন বলিউড নায়িকা।
ছবিতে মাধুরী দীক্ষিতের চরিত্রের নাম পল্লবী প্যাটেল। একজন মধ্যবিত্ত মহিলা যার জীবন ওলট-পালট হয়ে যায় এক গোপন জিনিস ফাঁস হওয়ার পর। এই ধরনের চরিত্রে অভিনয় করার কথা শুনেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন নায়িকা। আরও পড়ুন: ঋতুপর্ণা, প্রসেনজিৎ, আবির, শুভশ্রী, মিমিদের নবমী! টলি পাড়ার তারকাদের কেমন কাটছে
মহিলা প্রধানদের জন্য চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় খুব দেরিতে এসেছে ইন্ডাস্ট্রিতে, এই বিষয় কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘না খুব দেরী হয়নি। দেশে প্রচুর প্রতিভা রয়েছে, তাই স্বাগত জানানোর মতো বিষয় বলা যায়।’ আরও পড়ুন: দুর্গাপুজোর অনুষ্ঠান মঞ্চে গান গাইতে গাইতে আচমকা প্রয়াত জনপ্রিয় গায়ক, কী হয়েছিল
মাধুরী যোগ করেছেন, পরিস্থিতি আগের থেকে পরিবর্তিত হয়েছে। আগে মহিলাদের জন্য হাতে গোনা কয়েকটা ভালো ভূমিকা ছিল। তিনি বলেন, ‘এখানে অনেক প্রতিভাবান মহিলা ছিলেন এবং খুব কম ভূমিকা ছিল। এখন যেগুলি লেখা হচ্ছে, তারা এই সব শিল্পীকে দেখানোর সুযোগ দিচ্ছে, তারা এই ভূমিকাগুলি নিয়ে কী করতে পারে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে মহিলাদের জন্য অনেক ভালো সুযোগ আছে।’ আরও পড়ুন: গত ৫-৭ বছরে ৫০-এর বেশি স্ক্রিপে না বলেছেন, প্রকাশ্যে উর্মিলার ‘তিওয়ারি’র পোস্টার
মাধুরী বলিউডে দেখা সবচেয়ে নিপুণ নৃত্যশিল্পীদের একজন। তবুও, ‘মাজা মা’ তাকে নতুন কিছু করার সুযোগ দিয়েছে- প্রথমবার গরবা করেছেন তিনি। অভিনেত্রী স্বীকার করেছেন তিনি এটি নিয়ে নার্ভাস ছিলেন। ‘মাজা মা’ একটি পারিবারিক গল্প। পরিচালনায় আনন্দ তিওয়ারি। চিত্রনাট্য লিখেছেন সুমিত বাথেজা।
For all the latest entertainment News Click Here