একসময় ১০ হাজার টাকার জন্য যে কোনও কাজ করতে তৈরি ছিলাম: বিজয়
নাম বিজয় দেবেরাকোন্ডা, দক্ষিণে এই অভিনেতা এখন বেশ পরিচিত নাম। শেষবার তাঁকে দেখা গিয়েছে লাইগার ছবিতে। খুব শীঘ্রই সামান্থা রুথ প্রভুর বিপরীতে ‘কুশি’ ছবিতে আবারও দেখা যাবে বিজয়কে। আর আজ, ৯ মে, বিজয় দেবেরাকোন্ডার জন্মদিন। এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত ও প্রতিষ্ঠিত নাম হলেও বিজয়ের কথায়, শুরুর দিকে ১০ হাজার টাকা রোজগারের জন্যও নাকি হন্যে হয়ে কাজ খুঁজেছেন। সে সময় তাঁর টাকার নাকি বড় প্রয়োজন ছিল, তাঁর কথায় টাকার প্রয়োজন আর কেরিয়ার গড়া এক জিনিস নয়।
২০১১ সালে রম-কম ছবি ‘নুভভিলা’ হাত ধরে অভিনয় জীবনে পা রাখেন বিজয় দেবেরাকোন্ডা। ২০১৫ সালে অভিনেতা নানির সঙ্গে এবং ইয়েভেদে সুব্রহ্মণ্যমের সঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবি পেল্লি চোপুলুতে অভিনয় করেন। তবে বিজয় জনপ্রিয়তা পান ২০১৭ সালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডির ‘ভাঙ্গার’ ছবিতে অর্জুন রেড্ডির চরিত্রে। এই ছবিই তাঁকে দক্ষিণের পরিচিত নাম করে তোলে।
আরও পড়ুন-এই শীতেই বিয়ে? পরিচালক প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘রাঙা বউ’
আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী
তবে শুরুর দিকে অভিনেতা হিসাবে নিজের পরিচিতি তৈরি করার থেকেও বিজয়ের কাছে গুরুত্বপূর্ণ ছিল টাকা রোজগার। কারণ সেসময় তাঁর অর্থের প্রয়োজন ছিল। ২০১৯-এ ফিল্ম কম্প্যানিয়নকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানেই তিনি এবিষয়ে মুখ খুলেছিলেন, বলেন, ‘অতীতে আমি অর্থের জন্য অনেক কিছু করেছি। এমন বহু সিনেমা যেগুলি আমি অর্থের জন্যই করেছি। সেখানে ছোট ছোট চরিত্রেও কাজ করেছি। একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলাম কারণ তখন আমি বাড়ি কেনার পরিকল্পনা করছিলাম। আমার তখন টাকার অভাব ছিল। তখন আমি যা পেতাম তাতেই রাজি হতাম, যাতে অন্তত ১০হাজার টাকা রোজগার করতে পারি। কারণ তখন ওটা আমার প্রয়োজন ছিল৷’
বিজয় আরও জানান, ‘এখন আমি প্রতিষ্ঠিত, এখন আর টাকার পিছনে দৌড়াতে হয় না। এখনও টাকা প্রয়োজন, কারণ এটা আমার পেশা। তবে এখন টাকা দিলেও আমি এমন কিছু চরিত্রে অভিনয় করব না, যেটা আমার পছন্দ নয়।’
For all the latest entertainment News Click Here