একসময় কাজ না থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন,‘পঞ্চমী’ ধারাবাহিকে নতুন রূপে রিয়া
টেলি পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। একধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। মাঝে কিছুদিনের বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরেছেন করেছেন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে। সদ্য স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’তেও দেখা যাবে রিয়াকে। নেটমাধ্যমের পাতায় নিজেই সে খবর জানিয়েছেন অভিনেত্রী।
আজ (৫ ডিসেম্বর) থেকে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। বিপরীতে রয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। ‘খেলনা বাড়ি’ অভিনেত্রী রিয়া নেটমাধ্যমে রাজদীপের সঙ্গে ছবি শেয়ার করে জানান দিয়েছেন, নতুন এই ধারাবাহিকে তিনিও কাজ করছেন। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াকে।
আরও পড়ুন: দুই মেয়েকে ভাবলোবাসায় ভরালেন মাম্মি দেবিনা, আবেগপ্রবণ বার্তা অভিনেত্রীর
‘সিঁদুর খেলা’, ‘কিরণমালা’, ‘ক্ষীরের পুতুল’, ‘মীরা’, ‘ভুতু’, ‘বরণ’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন রিয়া। কিন্তু বেশ কিছুদিন ছোটপর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। জানা গিয়েছে, সেই সময় তাঁর হাতে কোনও কাজ ছিল না।
একসময় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নেটমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন রিয়া গঙ্গোপাধ্যায়। এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, অন্যায় ভাবে তাঁর কাজ কেড়ে নেওয়া হয়েছে। কাজের প্রস্তাব পেলেও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। জানিয়েছিলেন, কাজ না থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আপাতত সব বাধা পেরিয়ে নতুন কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here