একসঙ্গে ১৩ জন ভারতীয় ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা ইস্টবেঙ্গলের, দেখে নিন তালিকা
নতুন স্পনসরের সঙ্গে আনুষ্ঠানিক গাঁটছড়ার পরেই দলগঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ইস্টবেঙ্গলের। বুধবার ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে চুক্তিবদ্ধ ফুটবলারদের লম্বা তালিকা প্রকাশ করা হয়।
দু-একজন নন, একসঙ্গে ১৩ জন ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি করার কথা ঘোষণা করে লাল-হলুদ শিবির। দেখে নেওয়া যাক আসন্ন আইএসএল মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সই করা ভারতীয় ফুটবলারদের সেই তালিকা-
১. পবন কুমার (গোলকিপার): ৩১ বছর বয়সী পবন গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে মাঠে নামেন।
২. মহম্মদ রাকিপ (রাইট ব্যাক): ২২ বছরের রাকিপ গত ২টি মরশুমে মুম্বই সিটি এফসির হয়ে প্রতিনিধিত্ব করেন।
৩. অঙ্কিত মুথোপাধ্যায় (রাইট ব্যাক): ২৬ বছর বয়সী অঙ্কিত গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়েই মাঠে নামেন। তাঁকে ধরে রাখে লাল-হলুদ শিবির।
৪. সার্থক গলুই (সেন্টার ব্যাক): ২৪ বছর বয়সী সার্থক শেষবার বেঙ্গালুরু এফসি-র হয়ে মাঠে নামেন।
৫. জেরি লালরিনজুয়ালা (লেফট ব্যাক): চেন্নাইয়িন এফসি-তে ৬ বছর খেলার পরে ইস্টবেঙ্গলে যোগ দেন ২৪ বছর বয়সী জেরি।
আরও পড়ুন:- চলতি মাসেই নির্বাচন, পরিচালন সমিতিতে রাখতে হবে প্রাক্তন ফুটবলারদের, AIFF-কে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
৬. প্রীতম সিং (লেফট ব্যাক): ২৬ বছর বয়সী প্রীতম হায়দরাবাদ এফসি থেকে যোগ দেন ইস্টবেঙ্গলে।
৭. সৌভিক চক্রবর্তী (সেন্ট্রাল মিডফিল্ডার): ৩০ বছর বয়সী সৌভিক হায়দরাবাদ এফসি থেকে যোগ দেন লাল-হলুদ শিবিরে।
৮. অমরজিৎ সিং (সেন্ট্রাল মিডফিল্ডার): ২১ বছর বয়সী অমনজিৎ লোনে এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন।
৯. মোবাশির রহমান (সেন্ট্রাল মিডফিল্ডার): ২৪ বছর বয়সী মোবাশির জামশেদপুর এফসি থেকে যোগ দিলেন ইস্টবেঙ্গলে।
১০. আঙ্গউসানা লুয়াং (মিডফিল্ডার): গত ২ বছর ইস্টবেঙ্গলেই ছিলেন ২৬ বছর বয়সী লুয়াং। তাঁকে ধরে রাখে ক্লাব।
আরও পড়ুন:- আরও পড়ুন:- কড়া ট্যাকলে ISL-কে পিছনে ফেলে এক নম্বর হতে পারে I-League, কারণ জেনে নিন
১১. অনিকেত যাদব (উইঙ্গার): ২১ বছর বয়সী অনিকেত হায়দরাবাদ এফসি থেকে পারমানেন্ট ট্রান্সফার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দেন। ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।
১২. নাওরেম মহেশ সিং (উইঙ্গার): ২৩ বছর বয়সী নাওরেম কেরালা ব্লাস্টার্স এফসি থেকে পারমানেন্ট ট্রান্সফার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দেন। ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।
১৩. ভিপি সুহের (ফরোয়ার্ড): ৩০ বছর বয়সী সুহের পারমানেন্ট ট্রান্সফার হিসেবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন। ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।
For all the latest Sports News Click Here