একরত্তির জন্য বাড়িতে দুধ পাম্প করে রেখে আসি, সারাদিন চলে যায়: ভারতী সিং
১২ দিনের দুধের শিশুকে বাড়িতে রেখে কাজে ফিরেছেন ভারতী সিং। সেই নিয়ে নেটিজেনের মধ্যে সমালোচনার শেষ নেই। তবে কমেডি কুইনের কথায়, বাড়িতে তার সন্তান খুব ভালো রয়েছে। কারণ তাদের বাড়িতে এত লোকজন যে, সন্ধের আগে নিজেরাই সন্তানকে হাতে পান না তিনি এবং হর্ষ। তাই এই ফাঁকে শ্যুটিং সেরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
ভারতী জানিয়েছে, একরত্তি বাড়িতে বেশ ভালোই রয়েছে। মাতৃদুগ্ধই পান করছে সে। পরিবারের সদস্যরা শিশুটির অনেক যত্ন নিচ্ছেন। সব সময় বাড়ির সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সন্তানের দিকে নজর রাখেন তিনি।
৩ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। গত ১৫ এপ্রিল শ্যুটিংয়ে ফিরে আসেন কমেডি কুইন। ভারতীর এই নিয়ে নেটমাধ্যমে সমালোচনাও কম হয়নি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, বাড়িতে সন্তানকে রেখে কাজে যাওয়ার সময় অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি কেঁদেওছিলেন। তবে টেকনোলজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতী।
কমেডি কুইনের কথায়, ‘আমি তার থেকে দূরে থাকার পরেও তার জন্য অনেক কিছু করতে পারি। কাজে আসার আগে একরত্তির জন্য যথেষ্ট বুকের দুধ পাম্প করতে এসেছি। ওর সারাদিন হয়ে যাবে।’
ভারতী জানিয়েছেন, মা হওয়ার পর তিনি অনেক বদলে গিয়েছেন। সন্তানকে দেখাশোনা করার জন্য খুব তাড়াতাড়ি স্নান করেন। একরত্তি ঘুমোলে তিনি তার দিকে তাকিয়ে বসে থাকেন। ভারতী বলেন, ‘লোকে যখন বলে ওকে হর্ষের মতো লাগছে, তখন আমি রেগে যাই। ৯ মাস পেটে রেখেছি, ওকে হর্ষের মতো দেখালে কেমন করে হবে। ঘুমালে ওকে আমার মতো দেখায়, আর জেগে উঠলে হর্ষের মতো দেখায়। আমাদের সন্তান ওর মা এবং বাবার মতোই চালাক।’
For all the latest entertainment News Click Here