একমুখ দাড়ি, চোখে চশমা, ঠাওর করা মুশকিল! দেখুন তো এই অভিনেতাকে চেনেন কিনা?
কালো শার্টের উপর পরেছেন খাকি কোর্ট, নিচে খাকি রঙের প্যান্ট, মাথায় ‘কাউ বয়’ স্টাইলের টুপি, গলায় মাফলার, মুখে কাঁচা-পাকা দাড়ি আর চোখে চশমা। টুপিতে হাত রেখে সামনে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু কে ইনি? এক ঝটকায় দেখলে চিনতে অসুবিধা হয় বৈকি। ঠিক ঠাওর করা গেল না যে…।
কিছু পরে জানা গেল ইনি বাংলা সিরিয়ালের এক নায়ক। ধারাবাহিকের প্রয়োজনেই ভোল বদল করেছেন। শুক্রবার, তাই ছদ্মবেশেই হাজির হয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। সৌজন্যে ‘গুড্ডি’। এই ধারাবাহিকেই নতুন মোড় আসতে চলেছে। আর সেকারণে এভাবে সেজেছেন রণজয় বিষ্ণু। লুক বদল কীভাবে হল সেই ভিডিয়োও মেকআপ রুম থেকে পোস্ট করেছেন অভিনেতা।
রণজয়ের ভোলবদল
রণজয়ের লুক বদল
ভিডিয়োর শুরুতে চেয়ারে ক্লিন শেভ-এ বসে থাকতে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে। তারপর ধীরে ধীরে দাড়ি, গোঁপ বসিয়ে রণজয়ের লুক পুরো বদলে ফেলতে দেখা যায় মেকআপ শিল্পীকে। সম্পূর্ণ মেকআপ শেষে তাঁকে সত্যিই চেনা দায়। রণজয় ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘অভিনেতাদের জীবনে এই মুহূর্তগুলো যতটা পরিশ্রমের, অতটাই এনজয় করার মত। সে ফরম্যাট যাই হোক। এই লোকটা যতটা trigger করেছে , আমায় অনেক কম চরিত্রই জীবনে এত ট্রিগার করেছে। বাদবাকি গল্প নিয়ে আমায় প্রশ্ন করে লাভ নেই, আমার কাজ শুধুমাত্র আমার কাজ টা মন দিয়ে করার চেষ্টা করা। ব্যাস অতটুকুই।’
প্রসঙ্গত, ২০২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘গুড্ডি’ ধারাবাহিক। যেখানে পুলিশ অফিসার অনুজের চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। তবে শুধু টিভি ধারাবাহিক নয়। সম্প্রতি একটি নাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে রণজয়কে। ওই নাটকের জন্য নিজেকে তৈরি করতে অভিনেতা নাকি অনেকগুলো রাত না ঘুমিয়েও কাটিয়েছেন।
For all the latest entertainment News Click Here