একমাস ধরে চলবে ক্রিকেট উৎসব, দেখুন ক্যারিবিয়ান সফরে ভারতের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া ডব্লিউটিসি ফাইনাল শেষ হয়েছে ১১ জুন। ঠিক একমাস পরে অর্থাৎ ১২ জুলাই শুরু হবে টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। যদিও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে অনেক আগেই। ১২ জুলাই এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার মাঠে নামবেন রোহিত শর্মারা।
ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে ভারত। অর্থাৎ, পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে রওনা দেবে ভারতীয় দল। ১২ অগস্ট ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ জুলাই ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে খেলা হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোনসূচক হতে চলেছে। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে।
২৭ জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ। প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে বার্বাডোজের কেনিংটন ওভালে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ জুলাই ও ১ অগস্ট। দ্বিতীয় ম্যাচটিও আয়োজিত হবে বার্বাডোজে। তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ খেলা হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
আরও পড়ুন:- Intercontinental Cup: ছেত্রীর গোলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত, সেলিব্রেশনে খুশির খবর দিলেন ক্যাপ্টেন- ভিডিয়ো
৩ অগস্ট শুরু হবে টি-২০ সিরিজ। ত্রিনিদাদেই অনুষ্ঠিত হবে প্রথম টি-২০। ৬ ও ৮ অগস্ট গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ। ১২ ও ১৩ অগস্ট সিরিজের শেষ ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ)
আরও পড়ুন:- শত্রু শিবিরের কাণ্ডারীর মতো পরিণত অল-রাউন্ডার হতে চান বেঙ্কটেশ, KKR তারকা কাকে আদর্শ করছেন?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
দ্বিতীয় ওয়ান ডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
তৃতীয় ওয়ান ডে: ১ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
For all the latest Sports News Click Here