‘একমাত্র মাহি ভাই সামনে এলেই আমি আর কিছু বলতে পারি না,’ কেন এমনটা বললেন চাহাল?
কয়েক বছর আগেও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। এই বোলারের কাঁধে চেপে অনেক ম্যাচ জিতেছে ভারত। যুজবেন্দ্র অসাধারণ রিস্ট স্পিনার তা সকলেই জানেন। এর সঙ্গে সঙ্গে চাহালের আরও একটি দিক রয়েছে। অনেক সময় তাকে মাঠে বা মাঠের বাইরে ক্রিকেটারদের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন সেই সময় চাহাল এসে কিউই ব্যাটারের ব্যাট নিয়ে নিজের কাছে রেখে দেন। আরও একটি ভিডিয়োতে দেখা যায় মাঠে ধারাভাষ্যকারের মাইক নিয়ে নিজেই চলে যান ধারাভাষ্য দিতে। এরকম অনেক মজার মুহূর্ত রয়েছে চাহালের। তবে তিনি সম্প্রতি জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সামনে আসলেই তাঁর কথা বলা বন্ধ হয়ে যায়।
ভারতীয় দলের হয়ে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের প্রায় শেষের দিকে স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়। এই দুই স্পিন বোলিং জুটিতে বহু ম্যাচ জিতেছে ভারত। আর এই দুই স্পিনারই তাদের সাফল্য পাওয়ার পিছনে মহেন্দ্র সিং ধোনির অবদানকে সবার সামনে স্বীকার করেছন। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এই দুই স্পিনার জাতীয় দলের হয়ে নিজেদের স্থায়ী জায়গা হারিয়েছেন।
সম্প্রতি চাহাল ধোনির বিষয়ে রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে বলেন, ‘ধোনি এমনই একজন মানুষ যার সামনে গেলে আমার কথা আটকে যায়। আমি যেমন মেজাজেই থাকি না কেন ধোনির সামনে গেলে আমি একদম চুপ থাকি। খুব একটা বেশি কথা বলি না। মাহি ভাই যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তার উত্তর দিই। না হলে সব সময় চুপই থাকি।’
ধোনি ক্রিকেটারদের সঙ্গে কেমন আড্ডা মারেন ও কী প্রশ্ন তাঁকে করতে পারে সতীর্থরা, সেই বিষয়ে চাহালকে প্রশ্ন করা হলে তিনি জানান যে কোনও বিষয়েই ধোনির সঙ্গে কথা বলা যায়। ধোনি সতীর্থদের সব সময় মনোবল বাড়িয়ে যায়। একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছিলাম। চার ওভারে ৬৪ রান দিয়ে ফেলি আমি। ক্লাসেন আমাকে তুলোধোনা করে ছাড়ে। মাহি ভাই তখন আমাকে উইকেটের ডান দিক থেকে বল করতে বলে। আমি সম্মতি নিয়ে বল করলে ফের ছয় খাই। তখন মাহি ভাই আমাকে বলে আজকে তোর দিন নেই। ঠিক আছে কোনও ব্যাপার না।তবে ও আমাকে বলে যে আমি যে পাঁচটি বল করেছি, তাতে আমার চেষ্টা করা উচিত ছিল সেগুলিতে একটি বাউন্ডারি যেন না হয়। কারণ এটি দলকে সাহায্য করবে। আমি মাহি ভাইকে খুব বিশ্বাস করি। ও যা বলে তা আমি অনুসরণ করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করতাম কম করে ৯৫ শতাংশ কথা অনুসরণ করার।’
For all the latest Sports News Click Here