‘একবিংশ শতাব্দী তাঁরই;’ বাবর আজমের ভূয়সী প্রশংসা করলেন ওয়াসিম আক্রম
পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম। বাবরের প্রশংসা করে আক্রম বলেছেন, একবিংশ শতাব্দীর পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেটার হলেন ২৭ বছর বয়সী বাবর আজম। তরুণ অধিনায়কের কাজের নীতি, ব্যাটিংয়ে ধারাবাহিকতা এবং পারফরম্যান্সের উন্নতির জন্য বাবর আজমকে একবিংশ শতাব্দির সেরা ক্রিকেটারদের অন্যতম আক্ষা দিলেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম করাচি কিংসে তার সময়ের কথা স্মরণ করেছেন।
ওয়াসিম আক্রম বাবর আজম প্রসঙ্গে বলেন, ‘সে সঠিক র্যাঙ্কের মধ্য দিয়ে এসেছে, আমি গত তিন বছর তার সাথে করাচি কিংসে কাজ করেছি। আমি তার কাজের নীতি পছন্দ করি, তিনি মনোযোগী এবং তিনি তার কর্মক্ষমতা নিয়ে কখনওই সন্তুষ্ট হন না এবং এটাই একজন ভালো নেতার বৈশিষ্ট্য। আমি সেই সময়েই জানতাম, এই ছেলেটির তার কাজের নীতি এবং নিজের প্রতিভা দিয়ে নিশ্চই পারফর্ম করবে।’
পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার স্বীকার করেছেন যে বাবর এখন বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের ফ্যাব ফোরের একটি অংশ। বাবর ছাড়াও বর্তমান ক্রিকেটের সেরা চার ব্যাটসম্যানে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার এবং জো রুটকে বেছে নিয়েছেন আক্রম। তিনি বলেন, ‘তিনি এখন ফ্যাব ফোরের অংশ। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট এবং বাবর আজম এখন শীর্ষে রযেছেন। কোহলি বাবরের সমান।’
আক্রম পাকিস্তানের সেরা কিছু খেলোয়াড়ের সাথে বাবরকে তুলনা করেছেন। তিনি আরও বলেন, বাবরের এখনও অনেক বাকি আছে যা তিনি পরে ক্রিকেট মাঠে দেখাবেন। তিনি বলেন, ‘আপনি দেখতে পাবেন যে আপনি যদি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলেন, আপনি জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মহম্মদ ইউসুফ দিয়ে শুরু করেন এবং তারপরে এই বাবর আজমের কাছে আসেন। একবিংশ শতাব্দি বাবর আজমের, তিনি এই সময়ের ব্যাটসম্যান। তার মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে।’
For all the latest Sports News Click Here