একফ্রেমে অর্ণব-অরিজিৎ, জল্পনা উসকে পদ্মাপাড়ের গায়ক লিখলেন, ‘গান পাঠাচ্ছি জলদি’
একজন এপার বাংলা তথা গোটা দেশের বিখ্যাত শিল্পী, আরেকজন ওপার বাংলার। দুজনেরই দেশে বিদেশে ছড়িয়ে আছে বহু ভক্ত। দুজনের গানের সুরেই মাতোয়ারা আপামর বাঙালি। কারা তাঁরা? অরিজিৎ এবং অর্ণব। এবার সঙ্গীতের এই দুই মহারথীকে দেখা গেল এক ফ্রেমে। তবে কি বড়সড় কোনও চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য? দুজন মিলে কি একত্রে কোনও প্রজেক্টে কাজ করতে চলেছেন? আনছেন নতুন গান? আপাতত তেমনই জল্পনা উসকে দিলেন এই দুই গায়ক।
সে যে বসে আছে একা একা গানটি যাঁর গলায় জনপ্রিয়তা পেয়েছিল সেই বাংলাদেশি শিল্পী অর্ণব সম্প্রতি একটি ছবি পোস্ট করলেন, সঙ্গী অরিজিৎ সিং। হাসি মুখে সেলফি তুলছেন অরিজিৎ। পিছনে দাঁড়িয়ে আছেন অর্ণব। সম্প্রতি নাকি এই পদ্মাপাড়ের গায়ক জিয়াগঞ্জে এসেছিলেন। তখনই এই ছবি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, ‘অবশেষে! দেখুন আমার সঙ্গে কে! এতদিন পর দেখা আমাদের।’
তিনি তাঁর এই পোস্টে অরিজিৎকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ অরিজিৎ, খুব সুন্দর সময় কাটালাম। গত সন্ধ্যায় তোমার সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে পারলে আরও ভালো লাগত। কী মজার মজার সব খাবার খাওয়ালে। সব থেকে জরুরি, তোমার সবার সঙ্গে এতদিন পর আবার দেখাটা সত্যি খুব ভালো ছিল।’
এরপরই অর্ণব তাঁর পোস্টে সেই বিশেষ ইঙ্গিত দেন যার থেকে সবাই দুইয়ে দুইয়ে চার করেছেন। তিনি লেখেন, ‘ওহ হ্যাঁ! তোমায় গানটা পাঠাচ্ছি জলদি। অনেক ভালোবাসা নিও।’
আর তাঁদের এই ছবি একসঙ্গে দেখে ভক্তরা একপ্রকার উন্মাদনায় ভাসছেন। পছন্দের দুই গায়ক যদি জোট বেঁধে গান আনেন কার না ভালো লাগে! এক ব্যক্তি লেখেন, ‘ডুও হচ্ছে নাকি?’ আরেকজন ভক্ত বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অরিজিৎ আসলে কেমন হয়?’ অন্য এক ব্যক্তি দুই গায়কের তারিফ করে লেখেন, ‘দুজন একে অন্যের পরিপূরক। গায়ক হিসেবে যেমন, ঠিক মানুষ হিসেবে তেমন। মাটির সঙ্গে লেগে থাকা দুজন ব্যতিক্রমী প্রতিভা । এই প্রজন্মের আইডল।’
For all the latest entertainment News Click Here