‘একদিন পূজা-পাঠ নিয়ে ব্যঙ্গ করে ট্রোলের মুখে পড়েন বিরাট’, মনে করালেন বিবেক
‘সময়ের সঙ্গে মানুষ বদলে যায়। বিরাট-অনুষ্কার ক্ষেত্রেও হয়ত সেটা ঘটেছে। পরিবর্তন ভালো। স্বার্থক জীবনের অপর নাম পরিবর্তন।’ মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে বিরাট-অনুষ্কাকে পুজো দিতে দেখে পরিবর্তনের কথা বলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তবে পুজো দেওয়া নিয়ে হঠাৎ পরিবর্তনের কথা কেন বলছেন বিবেক। সেকথাও খোলসা করেছেন পরিচালক।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইনস্টাগ্রামে লেখেন, ‘আমার বেশ মনে আছে একসময় এই পূজা-পাঠ নিয়ে নিজের মন্তব্যের জন্য টুইটারে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। সেসময় বিরাট হয়ত কিছুটা মজা করেই বলেছিলেন, আমায় দেখে কি মনে হয় আমি পূজা -পাঠ করি? মানুষ বদলে যায়। পরিবর্তন হওয়া শুভ। কারণ পরিবর্তন সার্থক জীবনের অপর নাম।’
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পূজা-পাঠ নিয়ে মন্তব্যে বিরাটে কোহলির যে সমালোচনার মুখে পড়ার কথা মনে করিয়েছেন, সে ঘটনা ৭ বছর আগের। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন একটি সংবাদিক সম্মেলনে বিরাটকে প্রশ্ন করা হয়, চাপের মধ্যে নিজেকে শান্ত রাখতে ‘পূজা-পাঠ’ (প্রার্থনা) করেন কি? এমন প্রশ্নে বিরক্ত বিরাট বলেছিলেন, ‘আমাকে কি পুজো-পাঠের মতো দেখতে? (আমাকে দেখে মনে হয় আমি পূজা ও প্রার্থনা করি?)’ এমন উত্তর সেদিন হয়ত কেউই আশা করেননি। বিরাটের উত্তরে সকলেই হতবাক হয়ে যান টুইটারে এই মন্তব্য নিয়ে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়। মহাকালেশ্বর মন্দিরে বিরাটকে পুজো করতে দেখে পুরনো সেই প্রসঙ্গই তুলে এনেছেন পরিচালক বিবেক।
এদিকে বিবেক যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে মন্দিরের ভিতরে অন্যান্য ভক্তদের সঙ্গে ঢুকে শিবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে। যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পুজো প্রসঙ্গে বিরাট-অনুষ্কা সংবাদ সংস্থা ANI-কে বলেন, ‘আমরা এখানে প্রার্থনা করতে এসেছি এবং মহাকালেশ্বর মন্দির দর্শন বেশ ভালো হয়েছে।’ ইন্দোরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের ঠিক একদিন পর শনিবার সকালে বিরাট-অনুষ্কা মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন।
শনিবার তারকা দম্পতির পুজো দেওয়ার ছবি দেখে প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা বিরাট-অনুষ্কাকে ‘পাওয়ার কপলের সুন্দর উদাহরণ’বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এটি শুধু মহাকাল মন্দিরে শিবের আশীর্বাদ নিতে আসা নয়, এটা কোনো না কোনোভাবে ধর্ম ও সভ্যতার মহিমান্বিত করে, যা সনাতন ধর্মের উপর নির্মিত। এছাড়াও মাইক্রোতেও। এছাড়াও এটি মন্দির/রাজ্যের পর্যটন বাড়ায় এবং সর্বোপরি জাতিকে তাঁর আত্মসম্মান ও অর্থনীতি দুই ক্ষেত্রেই সাহায্য করে।’
For all the latest entertainment News Click Here