‘একদিন ওঁরা দক্ষিণী অভিনেত্রী বলে আমায় পোশাক দেননি, আজ তাঁরাই…’, সরব হনসিকা
অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেছেন অনেক অল্প বয়সেই। একসময় ‘শাকা লাকা বুম বুম’, ‘দেশমে নিকলা হোকা চাঁদ’-এর মতো জনপ্রিয় টেলি ধারাবাহিকে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন হনসিকা মোতওয়ানি। বড় হয়ে ২০১১ সালে ধনুশের বিপরীতে তামিল ছবিতে ডেবিউ করেন হনসিকা। পরে বলিউডে কাজ করতে এসে তিনি নাকি ফ্যাশান ডিজাইনারদের দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি।
সাক্ষাৎকারে হনসিকা বলেন, ‘অনেক ডিজাইনার ছিলেন, তাঁরা একসময় আমাকে দেখে নাক সিঁটকেছিলেন। তাঁদের ব্যবহার ছিল খানিকটা এই রকম, ওহ, আপনি দক্ষিণী অভিনেত্রী আপনাকে আমার ডিজাইন করা পোশাক পরতে দিতেও চাই না। কিন্তু এখন, তাঁরাই আবার আমার কাছে আসছেন অনুরোধ নিয়ে, বলছেন ‘ওহ আপনার তো সামনেই একটা ইভেন্ট আছে, আপনার একটি ট্রেলার লঞ্চ আছে, আপনি তো আমার ডিজাইন করা পোশাক পরতে পারেন!’ আমি কিন্তু বিনয়ের সঙ্গে ‘হ্যাঁ বলেছি। ওঁদের সঙ্গে আমার এটাই পার্থক্য।
আরও পড়ুন-‘অনুপমা পেরেছেন, তবে আমি পারিনি! অপরাধ বোধ কুরে কুরে খায়’, কেন বললেন রূপালী?
আরও পড়ুন-‘ভালো অভিনেতা, তবে খারাপ সিনেমায় কাজ করি, আমার বউ এটাই ভাবে!’ বলছেন আরশাদ ওয়ারসি
আরও পড়ন-‘সীতা’ হয়ে আসছেন, তার আগেই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত কৃতির
হনসিকা বলেন, ‘হনসিকা বলেন, একসময় প্রত্যাখ্যান পেয়েও আমি কিন্তু কোনও ক্ষোভ রাখিনি। সেসময়ও যখন আমাকে ওঁরা ফিরিয়ে দিয়েছিলেন, তখনই ঠিক করেছিলাম যে পরিশ্রম করব, আর একদিন ওঁরাই আমার কাছে ফিরে আসবেন।’ হনসিকার কথায়, তিনি নিজেকে সবসময় ভারতীয় অভিনেতা হিসাবেই দেখেছেন, আঞ্চলিক অভিনেতা হিসাবে নয়।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন হনসিকা। রাজস্থানে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। খুব শীঘ্রই নারী কেন্দ্রীক ছবি ‘ম্যান’ এ দেখা যাবে হনসিকা মোতওয়ানিকে। যেখানে তিনি ফ্যাশান ডিজাইনারের ভূমিকাতেই অভিনয় করছেন।
For all the latest entertainment News Click Here