একদিনে মিলিয়ন ভিউ, অনুপমের তুমি আমার হিরো মন ছুঁল সবার, যোগ্য সঙ্গত দেব-মিঠুনের
‘টনিক’ ছবিতে হয়েছিলেন ট্যুর প্ল্যানার, ‘প্রজাপতি’ ছবিতে হবেন ইভেন্ট প্ল্যানার। নতুন ছবিতে নতুন রূপে আসছেন টলিউডের হার্টথ্রব দেব। তাঁর সঙ্গে এবার থাকছেন মিঠুন চক্রবর্তী। দেবের বাবার ভূমিকায় অভিনয় করবেন তিনি। বাবা ছেলের খুনসুটি, রাগ, অভিমান, ইত্যাদি দেখা যাবে এই ছবিতে। সেই ছবিরই প্রথম গান তুমি আমার হিরো প্রকাশ্যে এল।
এই ছবির প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আর কিছুদিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-মিঠুনের প্রজাপতি। সেই ছবিরই প্রথম গানটি মুক্তি পেল। এই গানটি গেয়েছেন অনুপম রায়। শুধু গাননি, গানটি লিখেছেন অনুপম রায়। এই ছবিটির পরিচালনা করেছেন অতনু রায়চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় গানটিকে। ইউটিউবে সারেগামা বাঙালির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। অন্যদিকে ইনস্টাগ্রামে এই গানটিকে সারেগামা বাঙালির পাশাপাশি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রোফাইল থেকে পোস্ট করা হয়। গোটা গানে দেখা যাবে বাবা এবং ছেলের মধ্যে খুনসুটি। কাজের মাঝেও দেব কী করে তাঁর অসুস্থ বাবার খেয়াল রাখেন, চোখে চোখে রাখেন, কঠোর বিধিনিষেধে বেঁধে রাখতে চান সেটা দেখা যাবে। এই গানেই ধরা পড়বে বাবা ছেলের এক মিষ্টি সম্পর্ক। আর এই গানে দেব এবং মিঠুন দুজনের রসায়ন বেশ নজর কেড়েছে।
এই ছবিতে দেব একজন ইভেন্ট প্ল্যানারের চরিত্রে অভিনয় করবেন। যিনি অন্যের বিয়ের সমস্তটা আয়োজন করলেও নিজে বিয়ে করতে চান না। বাবা এদিকে ছেলের বিয়ে দিতে চান। ছেলেকে সংসার করতে দেখতে চান। কিন্তু ছেলের যে আগ্রহই নেই! এবার? সেটা নিয়েই এই ছবি।
প্রজাপতি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। এই ছবিতে ৪৬ বছর পর ফের মিঠুন এবং মমতা শঙ্করকে একত্রে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে। তাঁদের শেষ একসঙ্গে মৃগয়া ছবিতে দেখা গিয়েছিল। অন্যদিকে এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দেব এবং মিঠুন। আবার শ্বেতা ভট্টাচার্য এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখতে চলেছেন।
For all the latest entertainment News Click Here