‘একতা নিয়ে সন্দেহ হলে…’ ব্যোমকেশের ট্রেলার লঞ্চে বিশেষ বার্তা বিরসা-রুক্মিণীর
অবশেষে মুক্তি পেল বিরসা দাশগুপ্ত পরিচালিত এবং দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির ট্রেলার। কিন্তু ট্রেলার কী হয়েছে, কেমন হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যা ঘটে গেল সেটা দেখেই হতবাক সকলে।
এতদিন ধরে অনেক আলোচনা, জল্পনা চলেছে বাংলার দুই আসন্ন ব্যোমকেশকে নিয়ে। আসলে কী বলুন তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’ গল্প অবলম্বনে একই সঙ্গে দুটো কাজ হয়েছে, একটা বড় পর্দার জন্য, একটা ওয়েব মাধ্যমের জন্য। ফলে অনেকেই ভেবেছিলেন দুই ছবির মধ্যে বোধহয় টানটান প্রতিযোগিতা দেখা যাবে। তেমন আভাসও মিলছিল যদিও। কারণ দেব কিছু আপডেট দিলেই, সৃজিত মুখোপাধ্যায়ও তাঁর সিরিজ নিয়ে কিছু আপডেট দিতেন। কিন্তু এই দুই ব্যোমকেশ শিবিরের মধ্যে যে প্রতিযোগিতার বদলে একতা আছে সেটাই যেন এদিন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখিয়ে দিল।
এই বিষয়ে বলে রাখি, প্রাথমিক ভাবে বড় পর্দার জন্য ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র পরিচালনা করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু তিনি দেবকে ব্যোমকেশ হিসেবে চাননি। তাঁর পছন্দ ছিলেন অনির্বাণ। ফলে মতবিরোধ হওয়ায় তিনি এই প্রজেক্ট থেকে সরে গিয়ে একই গল্প নিয়ে ওয়েব সিরিজ বানান। তখন দেবের ব্যোমকেশের হাল এসে ধরেন তাঁর বহু পুরনো বন্ধু বিরসা দাশগুপ্ত। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে পুজোর সময় হইচইতে আসবে সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ।
এদিন সৃজিত অ্যান্ড কোর হাত ধরেই ট্রেলার লঞ্চ হয় দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র। মঞ্চে সৃজিতের সঙ্গে অনির্বাণ, সোহিনী এবং শ্রীকান্ত মোহতাকে দেখা যায়। তাঁদের সঙ্গে এসে যোগ দেন দেব, রুক্মিণী, অম্বরীশ, বিরসা এবং তাঁদের প্রযোজক শ্যাম সুন্দর।
আরও পড়ুন: ‘যাঁরা নেতিবাচক মন্তব্য করেন, তাঁদের কাছে প্রমাণ করতে চাই’, ট্রোলারদের সাফ বার্তা ব্যোমকেশ দেবের
এদিন এই মঞ্চ থেকেই টলিউডের একতার প্রসঙ্গে বিরসা বলেন, ‘এটাই হচ্ছে পরিবার। শুধু একটাই কথা বলব যদি কখনও ভুল করেও টলিউড ইন্ডাস্ট্রির একতা নিয়ে সন্দেহ হয়, মনে প্রশ্ন জাগে তাহলে এটাই হচ্ছে আসল ছবিটা। এটা মনে রাখবেন। ছড়িয়ে দিন ছবিটা।’
প্রায় একই কথা শোনা যায় ব্যোমকেশ দেবের সত্যবতী ওরফে রুক্মিণীর মুখেও। তিনি এদিন বলেন, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য টিম এরম হবে কেউ হয়তো ভাবেননি। এই বিষয়ে বলে রাখি আমাদের ছবির গল্পে ব্যোমকেশের চরিত্রের আরও একটা দিক রয়েছে। সে ডিটেকটিভ হওয়া সত্বেও একজন ফ্যামিলি ম্যান। ফলে তার কাছে পরিবার ভীষণই জরুরি। কিন্তু কতটা জরুরি সেটা বোঝানোর জন্যই আজকে আমরা ব্যোমকেশ ও দুর্গ রহস্যের দুই টিম একই পরিবারের মধ্যে আছি। মনে রাখবেন একটা পরিবারের মূল শক্তি বা মূল মন্ত্রই কিন্তু একতাই বল। আর সেটার উদাহরণ আজ এই মঞ্চে।’
For all the latest entertainment News Click Here