একটু ধৈর্য্য রাখুন, রাহুল নয়, T20 ওপেনার হিসাবে ইশান কিষাণেই আস্থা হরভজনের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পান ইশান কিষাণ। তবে সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি এ মরশুমে আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। এর পরেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে এই সমালোচনায় ইশান পাশে পেয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিংকে।
সিরিজের প্রথম ম্যাচে ইশান ৩৫ রান করলেও, তা আসে ৪২ বলে। গোটা ইনিংসে তিনি যে বড় শট খেলতে বেশ সমস্যায় পড়ছিলেন, সে কথা ম্যাচের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও মেনে নেন। ইশানের চূড়ান্ত হতাশাজনক সেই পারফরম্যান্সের বিবরণ দিয়ে এক নেটিজেন লেখেন, ‘ইশান কিষাণ আজ ৪২ বলে ৩৫ রান করেন (৮৩,৩৩ স্ট্রাইক রেটে)। তবে হরভজন সিংয়ের মতে ও ভারতের সবচেয়ে নির্ভীক ব্যাটার। পৃথিবীর একমাত্র ব্যাটার হিসাবে ১৪০-র অধিক স্ট্রাইক রেট ও ৪০-র অধিক গড়ে লোকশ রাহুলের রেকর্ড কেবল পরিসংখ্যান ছাড়া আর কিছুই নয়।’
এই পোস্টের জবাবেই হরভজন উক্ত নেটিজেনকে মনে করিয়ে দেন যে রাহুল এবং ইশান, দুইজনে ভারতের হয়ে খেলেন। ইশানের ওপর নিজের আস্থা বজায় রেখে হরভজন লেখেন, ‘একটু ধৈর্য্য ধরুন, ও নিঃসন্দেহে সকলের সামনে নিজের প্রতিভা মেলে ধরবে। হ্যাঁ, কেএলও দারুণ। তবে ভাল দিক হল ওরা দুইজনেই ভারতের হয়ে খেলে এবং খারাপ দিক হল আপনার মন্তব্যে মনে হচ্ছে ওরা প্রতিপক্ষ। কেএল দারুণ ওপেনার তবে, পাঁচ নম্বরে দল যেমন ঠিক ওর মতোই একজন ফিনিশারকে খুঁজছে।’
For all the latest Sports News Click Here