একটি সিনেমা, নয়টি চরিত্র স্বরা! বড় চমক দিতে চলেছে মিসেস ফালানি
দেব দেবীর একাধিক রূপের কথা শোনা গিয়েছে তাই বলে একজন মানুষের নয়টি রূপ! আপাতত তেমনই কিছু দেখা যাবে বলে শোনা যাচ্ছে রঞ্ঝনা ছবি খ্যাত অভিনেত্রী স্বরা ভাস্করের আগামী ছবি মিসেস ফালানির বিষয়ে। এই ছবিতে নাকি অভিনেত্রী একসঙ্গে নয় ধরনের চরিত্রে অভিনয় করবেন।
জানা গিয়েছে এই ৯টি চরিত্র হবে ভারতের ৯টি বিভিন্ন রাজের মহিলার রূপ। আর এঁদের সবারই বয়স ৩০ থেকে ৪২ এর মধ্যে। মিসেস ফালানি ছবিতে একাই এই নয়টি চরিত্রে অভিনয় করবেন স্বরা।
এই ছবির বিষয়ে তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং ছবি হতে চলেছে এটি। একটি ছবিতে একাধিক চরিত্রে অভিনয় করার স্বপ্ন সমস্ত অভিনেতাদেরই থাকে। আমি অনেক কিছু শিখছি। দুজন মহিলাই হাউজওয়াইফ, অথচ তাঁদের মধ্যে কত পার্থক্য! আমি অবাক হয়ে যাচ্ছি।’
জানা গিয়েছে মিসেস ফালানি ছবিতে তিনি ভারতের বিভিন্ন রাজ্য যেমন উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, ইত্যাদি রাজ্যের হাউজওয়াইফের চরিত্রে অভিনয় করবেন। তিনি এই ছবির জন্য নাক ফুটিয়েছেন।
তবে এটাই প্রথমবার নয় যে কোনও ছবিতে কোনও অভিনেতা বা অভিনেত্রী এতগুলো চরিত্রে অভিনয় করছেন। লেডিজ ভার্সেস রিকি বহেল ছবিতে রণবীর সিংকে একাধিক চরিত্রে দেখা গিয়েছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াও হোয়াটস ইয়োর রাশি ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করেছিলেন। বারো রাশির বারো মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
মনে করা হচ্ছে স্বরা ভাস্কর অভিনীত এই ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। এই ছবিটির পরিচালনা করছেন মণীশ কিশোর এবং মধুকর ভার্মা। এর আগে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী দেখিয়েছেন যে তিনি এই ছবিটির জন্য ভীষণ পরিশ্রম করছেন। জানুয়ারি মাসেই ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে সবার আগে শ্যুটিং শুরু হয়। তাঁকে এর আগে রঞ্ঝনা, আনারকলি অব আরা, ভিড়ে দি ওয়েডিং, সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here