একটা সময় অধিনায়ক না হতে বলেছিলেন, এখন সেই বাবরকেই চান পাক প্রাক্তনী
পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল বলেছেন, বাবর আজমকে যখন অধিনায়ক করা হয়েছিল, তখন তিনি তাঁকে তখনই নেতৃত্ব না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম, রশিদ লতিফ এবং মইন খানের মতো কিংবদন্তিরাও বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০২২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হারের পরেই কামরানও একই কথা বলেছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে ফ্লপ, তবে পাকিস্তানের পদার্থবিদ্যার পরীক্ষার প্রশ্নে বাবরের ড্রাইভ
হাফিজ মহম্মদ ইমরানের সঙ্গে ইউটিউবের একটি শো-তে কথা বলার সময়ে কামরানের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাবরের সঙ্গে কখনও অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন কি না! কামরান উত্তরে বলেন, ‘যখন জানতে পারলাম ওকে অধিনায়ক করা হয়েছে। আমি তখন ওকে বলেছিলাম যে, আমি মনে করি না তোমার এখন অধিনায়ক হওয়া উচিত। আগামী ৩-৪ বছরে তোমার আরও ভালো করা উচিত… এই মুহূর্তে পুরো ব্যাটিং তোমার উপর নির্ভরশীল।’
আরও পড়ুন: ৫ উইকেট পড়ার পর বাবর ডিফেন্সিভ হল কেন- তোপ দাগলেন আক্রম
কামরান আরও বলেন, ‘আমি তখন ওকে বলেছিলাম যে, তুমি যদি এই সময়ে ৩৫-৪০টি সেঞ্চুরি করে ফেল, তবে তুমি আরও উপভোগ করবে এবং অধিনায়কত্বও উপভোগ করবে। সরফরাজ আহমেদ অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাকে অধিনায়ক করা হবে। কিন্তু এখন সঠিক সময় নয়।’ কামরান যোগ করেন, ‘যদিও বাবর এখন অধিনায়ক হিসেবে পরিণত হয়েছে। এবং ওকে এখনই যদি এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তা হলে আবার সেটা বড় ভুল হবে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে ও যে ভাবে নেতৃত্ব দিয়েছে, সেটা ঠিক নয়। ওকে তার চেয়ে অনেক ভালো অধিনায়কত্ব করতে হবে।’
For all the latest Sports News Click Here