‘একটা দুষ্টুমিষ্টি উপস্থিতি ছিল ওঁর’, সতীশের প্রয়াণে শেষ ছবির স্মৃতিচারণা জুহির
৯ মার্চ ভোর রাতে না ফেরার দেশে চলে যান মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার। মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের। দিল্লিতে তাঁর মৃত্যু ঘটে। বৃহস্পতিবারই তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। এরপর কফিনবন্দি হয়ে তাঁর দেহ ফিরে আসে মুম্বইতে। হাসিখুশি সতীশকে চোখের জলে বিদায় জানালো বলিউড।
তাঁর প্রয়াণের বিষয়ে তাঁর সহকর্মী জুহি চাওলা নিজের মতামত জানালেন। অভিনেত্রীর শেষ ছবিতে সতীশ তাঁর সঙ্গে কাজ করেছিলেন। তাঁরা একসঙ্গে শর্মাজি নমকিন ছবিতে কাজ করেছিলেন শেষবার। তাঁদের সম্পর্কের কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘সতীশজির চলে যাওয়ার খবরটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে আছে আমি ওঁকে পর্দায় দেখতাম। আর মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডারকে পর্দায় দেখতে ভীষণ ভালো লাগত। উনি খুব খুশি ছিলেন যে উনি শর্মাজি নমকিন ছবিতে চিন্টুজি ( ঋষি কাপুর) এর বন্ধুর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। স্ক্রিনে ওঁর একটা দুষ্টুমিষ্টি উপস্থিতি ছিল। ওঁর আত্মার শান্তি কামনা করি।’
শর্মাজি নমকিন ছবি ছাড়াও জুহি চাওলা এবং সতীশ কৌশিক ডেভিড ধাওয়ান পরিচালিত ছবি দিওয়ানা মস্তানাতেও কাজ করেছিলেন। সতীশের এই ছবিতে করা পাপ্পু পেগার চরিত্রটি সকলের ভীষণ পছন্দের। এটা খুবই জনপ্রিয় হয়েছিল।
এদিন তাঁর প্রয়াণের খবর পেয়ে অজয় দেবগন, আরবাজ খান সুভাষ ঘাই, মধুর ভান্ডারকর, ফারাহ খান, নেহা ধুপিয়া সহ আরও অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাঁর মরদেহ দিল্লি থেকে মুম্বই আনা হয়। তাঁর বাড়িতে অনুপম খের, জাভেদ আখতার সহ অনেকেই উপস্থিত ছিলেন। তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকারা। ইশান খট্টর, রাখি সাওয়ান্ত, সলমন খান, রণবীর কাপুর, সহ অনেকেই এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। হাজির ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বনি কাপুর, শিল্পা শেট্টি ।
অনুপম খের তাঁর প্রিয় বন্ধুকে শেষযাত্রায় ফুল-মালা, চন্দনে সাজালেন। শোক-স্তব্ধ অনুপম খের এদিন কান্নায় ভেঙে পড়েন সতীশের মরদেহ আগলে।
For all the latest entertainment News Click Here