একটা-দুটো ICC ট্রফি জিততে চাই- 2023 WTC Final এর আগে মনের কথা বললেন রোহিত
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগে ভারতকে এক-দু’টো আইসিসি ট্রফি অনন্ত দিয়ে যেতে চান রোহিত শর্মা। সেই লক্ষ্য নিয়ে বুধবার থেকে ওভালে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবেন হিটম্যান। সে কথা ভারত অধিনায়ক পরিষ্কার জানিয়েও দিয়েছেন।
মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। অনুশীলন থামিয়ে মাঝপথেই উঠে যেতে হয় তাঁকে। তবে চোট গুরুতর নয়। সম্ভবত তাঁর খেলতে কোনও সমস্যা হবে না।
২০২২ সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারত বাজে ভাবে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর বিরাট কোহলি টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন। তার পর রোহিতকে সব ফর্ম্যাটের জন্যই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য আসেনি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে বাজে ভাবে হেরে ছিটকে যেতে হয়েছিল। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ভারতকে এনে দিতে মরিয়া রোহিত।
আরও পড়ুন: WTC Final-এর আগের দিনই বড় ধাক্কা খেল ভারত, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত
ফাইনাল খেলতে নামার আগের দিন সাংবািদক সম্মেলনে রোহিত বলেছেন, ‘আমি বা আমার আগের অধিনায়ক যারা ছিল, সকলেই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। চ্যাম্পিয়নশিপ জিততে চেয়েছে। আমি সেটাই চাই। আমি ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটার জন্যই তো আমরা খেলি।’
সঙ্গে তিনি যোগ করেছেন, শিরোপা জেতাটা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ‘ট্রফি জিতলে ভাল লাগবে। তবে এই চাপ আমরা নিজেদের মধ্যে নেব না। ট্রফি জেতা নিয়ে বেশি ভাবছি না আমরা। সব অধিনায়কই ট্রফি জিততে চায়। আমি আলাদা নই। আমিও চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটাই তো খেলা। আমি নেতৃত্ব ছাড়ার আগে যদি একটা, দুটো ট্রফি জিততে পারি, তবে সেটা সত্যিই দারুণ বিষয় হবে।’
আরও পড়ুন: বোল্যান্ড খেলছেন, খেলবেন ওয়ার্নারও, সরাসরি না বলেও একাদশ বুঝিয়ে দিলেন কামিন্স
অধরা আইসিসি ট্রফি নিয়ে খুব বেশি ভাবার কোনও মানে নেই বলেও মনে করেন রোহিত। তিনি বলেওছেন, ‘আমরা জানি, আমরা কী জিতেছি আর কী হেরেছি। এটা নিয়ে বারবার ভেবে লাভ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও আমাকে একই প্রশ্ন করা হয়েছিল। খেলোয়াড়রা জানে কী করা দরকার। কী ভাবে আমরা ভালো করতে পারি, সেটাই আসল ভাবার। এর উপরই ফোকাস করা উচিত।’
মঙ্গলবার ভারতের সবাই অনুশীলন করেননি। ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন চার ক্রিকেটার। তাঁদের সঙ্গে ছিলেন নেট বোলাররা। রোহিত ছাড়াও গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব এবং শ্রীকর ভরত। সেই অনুশীলনেই রোহিতের আঙুলে চোট লাগে। তা নিয়ে রোহিত অবশ্য কিছু বলেননি।
For all the latest Sports News Click Here