‘একজন সৎ কোচ সবসময় এটা করবেন’ ঋদ্ধি ইস্যুতে দ্রাবিড়ের পাশে ইরফান
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দলে জায়গা পাননি ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর সাহা প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন। শনিবার ঋদ্ধিমান সাহা প্রকাশ করেছেন যে প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
ঋদ্ধিমান সাহা সাংবাদিকদের বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছে যে এখন আমার নাম বিবেচনা করা হবে না। আমি ভারতীয় দলের অংশ না হওয়া পর্যন্ত এটা বলতে পারতাম না। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ও আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।’
এরপরই ঋদ্ধিমান সাহার বিষয়ে নিজের মত জানালেন প্রাক্তন বোলার ইরফান পাঠান। বলা যেতে পারে দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন তিনি। ইরফান পাঠান ক্রিকেট ভক্তদের সামনে একটা প্রশ্ন তুলে ধরলেন। ক্রিকেট ভক্তদেরই এই ইস্যুতে নিজেদের রায় দিতে বলেছেন তিনি। অবশ্য পাঠান নিজের মতও সকলকে জানিয়েছেন। ইরফান পাঠান টুইটে লিখেছেন, ‘একজন সৎ কোচ বা এমন কেউ যিনি একজন খেলোয়াড়কে আশা জাগিয়েছেন এটা জানার পরেও যে সেই খেলোয়াড় তাদের পরিকল্পনার সঙ্গে খাপ খায় না? আপনার মতামত কী?? আমার মতে একজন সৎ কোচ সবসময় এটা করবেন।’
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকেও নিশানা করেছেন ঋদ্ধিমান। উইকেটরক্ষক ব্যাটসম্যান দাবি করেছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে তার দলে জায়গা নিয়ে চিন্তা করা উচিত নয়। সাহা বলেন, ‘গত নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পেইন কিলার নেওয়ার সময় আমি যখন অপরাজিত ৬১ রান করি, তখন দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) আমাকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যতদিন তিনি বিসিসিআই সভাপতি থাকবেন, ততদিন আমার কোনও চিন্তা করা উচিত নয়। বোর্ড সভাপতির এই ধরনের বার্তা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না কেন সবকিছু এত দ্রুত বদলে গেল।’
For all the latest Sports News Click Here