‘একজন ভালো মনের মানুষ’, বিজয়ের কোন কাজে মুগ্ধ হলেন অনুরাগীরা
বিজয় দেবেরাকোন্ডা রবিবার তাঁর দেহরক্ষীর জন্মদিন ধুমধাম করে পালন করলেন। কেক এনেছিলেন তাঁর জন্য। সেই কেক কাটার মুহূর্তের ছবি অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাঁর অনুরাগীরা এই ছবি দেখে ভীষণ আনন্দিত হন, অভিনেতার এই উদ্যোগের জন্য প্রসংশাও করেন তাঁরা। বিজয়কে শেষবার ‘লিগার’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল।
রবিবার বিজয় যে ছবিগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন সেখানে তাঁকে তাঁর দেহরক্ষীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের সঙ্গে তাঁর মা-ও ছিলেন। মায়ের সঙ্গেই উনি কেক কাটেন। বহু বিজয় ভক্ত এই পোস্টে কমেন্ট করেছিলেন। তাঁদের একজন লেখেন, ‘ভালো মনের মানুষ একজন। দেহরক্ষীর জন্মদিন পালন করছেন।’ আরেকজন লেখেন, ‘কী ভালো উদ্যোগ।’
গত সপ্তাহান্ত জুড়ে অভিনেতা একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর এই খবর প্রকাশ্যে আসার পরই সবাই অনুমান করছেন যে অভিনেতাকে প্রভাসের সালার ছবিতে দেখা যাবে। তবে এই দক্ষিণী তারকার নিকট সূত্রের খবর অনুযায়ী এটা সত্য নয়। তাঁকে প্রভাস অভিনীত ছবি সালারে দেখা যাবে না। তিনি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।
তবে খুব শীঘ্রই তিনি তাঁর তেলেগু ছবি, ‘খুশি’র সেটে ফিরতে চলেছেন বলে শোনা গিয়েছে। এটি একটি রোমান্টিক ড্রামা ঘরানার ছবি। এখানে বিজয়ের বিপরীতে সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে। এখনও এই প্রজেক্টের প্রায় ৪-৫ সপ্তাহের শ্যুটিং বাকি আছে বলে জানা গিয়েছে। এই ছবিতে দ্বিতীয়বারের জন্য বিজয় এবং সামান্থাকে দেখা যেতে চলেছে। এর আগে তাঁদের মেহনতি ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। এই ছবিটির পরিচালনা করেছিলেন নাগ অশ্বিনী।
কিছুদিন আগেই জানা গিয়েছিল এই ছবির শ্যুটিং করতে গিয়ে সামান্থা এবং বিজয় দুজনেই আহত হয়েছিলেন। কিন্তু ছবির নির্মাতারা একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে, না এমন কিছু হয়নি। শ্যুটিংয়ের সময় অভিনেতারা কোনও আঘাত পাননি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে বিজয় দেবেরাকোন্ডা এবং সামান্থা রুথ প্রভু খুশি ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন। কিন্তু এটা সত্য ঘটনা নয়। কাশ্মীরে টানা ৩০ দিন শ্যুটিং সেরে গোটা টিম গতকাল হায়দ্রাবাদে ফিরে গিয়েছে। কোনও মিথ্যে খবরে বিশ্বাস করবেন না।’
অন্যদিকে শোনা যাচ্ছে অভিনেতা নাকি গৌতম তিন্নাওয়ারির ছবি ‘জার্সি’তে কাজ করবেন। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
For all the latest entertainment News Click Here