‘একজন বিশ্বমানের ক্যাপ্টেনের মুখ থেকে এমন কথা মানা যায় না’, সৌরভের উপর চটলেন বাট
‘ওর মতো একজন বিশ্বমানের ক্যাপ্টেনের কাছ একে এমন মন্তব্য আশা করা যায় না।’ আইপিএলের সঙ্গে বিশ্বকাপের তুলনা করায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে তোপ দাগলেন প্রাক্তন পাক তারকা সলমন বাট।
কিছুদিন আগেই সৌরভ আজ তকের আলোচনায় দাবি করেন যে, বিশ্বকাপ জেতার থেকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন। নিজের মতামতের স্বপক্ষে যুক্তিও পেশ করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
সৌরভ বলেন, ‘আইপিএল চ্যাম্পিয়ন হওয়া নিতান্ত সহজ কাজ নয়। কেননা আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন, কেননা সেখানে ১৪টি ম্যাচ খেলার পরেও প্লে-অফের বাধা টপকাতে হয়। বিশ্বকাপে ৪-৫টি ম্যাচ খেলেই সেমিফাইনালে ওঠা যায় এবং তার পরেই ফাইনাল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭টি (অন্তত ১৬টি) ম্যাচ খেলতে হয়।’
বিসিসিআইয়ের ঘরোয়া টি-২০ লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনাকে ভালো চোখে দেখেননি বাট। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘একজন বিশ্বমানের ক্রিকেটার তথা ক্যাপ্টেন এমন কথা বলবে আশা করিনি। ঘরোয়া লিগ ক্রিকেটের সঙ্গে টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটের কীভাবে তুলনা করা যায়? কোনও তুলনাই হতে পারে না। ক্রিকেটের সেরা ফর্ম্যাটের সঙ্গে সংক্ষিপ্ততম ফর্ম্যাটের তুলনা করছ তুমি, যেখানে কিনা মাত্র চারজন আন্তর্জাতিক ক্রিকেটার থাকে। কোনওভাবেই তুলনা হতে পারে না।’
সৌরভ আসলে বিরাট কোহলি পরবর্তী জমানায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যে সঠিক ব্যক্তি, সেই মতই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আরও একবার। তাঁর দাবি, ক্যাপ্টেন হিসেবে ৫ বার আইপিএল জেতা মোটেও সহজ কাজ নয়। এই প্রসঙ্গেই সৌরভ বলেন, ‘রোহিতের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ও আর এমএস ধোনি (ক্যাপ্টেন হিসেবে) ৫টি করে আইপিএল জিতেছে। ৫ বার করে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা নয়।’
For all the latest Sports News Click Here