‘একজন নায়কের আয়ুষ্কাল ততদিন, যতদিন তাঁর যৌবন আছে’, নজিরবিহীন কটাক্ষ নওয়াজের!
নিজের মনের কথা সোজাসাপ্টা জানাতে কোনওদিন পিছপা হননি নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অর্থাৎ তথাকথিত নায়কদের কটাক্ষ করলেন এই জনপ্রিয় বলি-অভিনেতা। নাম না করেই তীক্ষ্ণ বাক্যবাণে ‘নায়ক’দের বিঁধলেন নওয়াজ।
আজ তক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, একজন সিনেমার নায়কের যতদিন যৌবন আছে, ততদিন তাঁর অস্তিত্ব আছে। যেদিন তাঁর সুগঠিত শরীরের বাঁধুনি ভাঙা শুরু করবে, সেদিন থেকেই তাঁর অস্তাচলে যাওয়ার পথ শুরু হয়।ধীরে ধীরে ‘গায়েব’ হয়ে যান তাঁরা। তাঁর জায়গা দখল করেন নতুন হিরোরা।অর্থাৎ নওয়াজের কথায়, পর্দায় ‘নায়ক’ মানেই চেহারা, আবেদনময় সৌন্দর্য সর্বস্ব। অন্যদিকে, একজন অভিনেতা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। বয়স কখনও একজন অভিনেতার কাজ পাওয়ার ব্যাপারে প্রতিভন্ডকতা সৃষ্টি করতে পারে না। তা ঠিক কোন ‘নায়ক’দের তাঁর কথার মাধমে বিঁধলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এর নায়ক? নওয়াজ অবশ্য তাঁর মন্তব্যে সরাসরি করোও নাম তোলেননি।
তবে একথা মানতেই হবে বর্তমানে ওটিটির ‘সুপারস্টার’ নওয়াজ। বড়পর্দাতেও তাঁর অভিনয়ে তামাম দর্শককুল। একজন তারকা না হয়েও নওয়াজের জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রসঙ্গত,সুধীর মিশ্রর ‘সিরিয়াস মেন’-এ অভিনয়ের জন্য আন্তর্জাতিক এমি নমিনেশন পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজের বক্তব্যের শেষে তাঁর সংযোজন, ‘যদি কোনও অভিনেতার ছবি সারা দেশে ৪,৫০০ এর মতো স্ক্রিনে মুক্তি পায় তাহলে এমনি সেই ছবি ৩০-৪০ কোটি টাকা হাসতে হাসতে নিজের ভাঁড়ারে তুলে নেবে। অভিনেতার কথা ছাড়ুন, কুকুর বেড়ালের ছবিও এই টাকা ঘরে তুলে নেবে যদি তা ৪,৫০০ এর মতো স্ক্রিনে মুক্তি পায়!’
For all the latest entertainment News Click Here