একঘেয়ে বলে গাঁটছড়া পাঁচ থেকে সাতে? লালনের পরকীয়া দেখিয়ে বেঙ্গল টপার ধুলোকণা
চলতি সপ্তাহেও বাংলা সিরিয়ালের মধ্যে চলছে টানটান প্রতিযোগিতা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জানা যায়, কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে রয়েছে। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। হাতে এসে ঘেল তুন সপ্তাহে টিআরপি তালিকা।
এই সপ্তাহে আবারও বেঙ্গল টপার লালন-ফুলঝুরি। লালনের পরকীয়াই কী দর্শককে বসিয়ে রেখেছে পর্দার সামনে? তার উত্তর না পাওয়া গেলেও এই সিরিয়াল আবারও তালিকার এক নম্বরেই রইল। তবে গত সপ্তাহের চেয়ে নম্বর কমেছে। এই সপ্তাহে নম্বর ৮। গত সপ্তাহে পাওয়া নম্বর ছিল ৮.৩।
দ্বিতীয় স্থানে অনুরাগের ছোঁয়া। আসলে অনুরাগের ছোঁয়া কিন্তু গত কয়েক সপ্তাহে তড়তড় করে এগিয়েছে। যেভাবে সৌর্য বউ দীপাকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপর হামলা হল দীপার উপরে, এসব থেকে কে-ই বা চোখ ফেরাবেন! সব মিলিয়ে তালিকার ২ নম্বরে এই মেগা।
আগের সপ্তাহে দ্বিতীয় স্থান নিয়ে লড়াই ছিল অনুরাগের ছোঁয়া আর গৌরী এলো-র মধ্যে। সেই প্রতিযোগিতায় যে গৌরী এল পিছিয়ে যেতে পারে, এমন আশঙ্কা ছিল। সেটি সত্যিও হল। কিন্তু এই মেগা নেমে গেল চার নম্বরে। তিনে উঠে এল জগদ্ধাত্রী।
তবে তালিকায় ৫ থেকে ৭ নম্বরে নেমে গেল গাঁটছড়া। এটা নিঃসন্দেহে বড় চমক। অনেকেই মনে করছেন, গাঁটছড়ার গল্পে একঘেয়েমি এসেছে। সেটিই এই সিরিয়ালটিকে পিছিয়ে দেওয়ার অন্যতম বড় কারণ।
এবার দেখে নিন, এই সপ্তাহের টিআরপি তালিকা।
প্রথম- ধুলোকণা (৮.০)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.১)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.০)
চতুর্থ- গৌরী এলো (৬.৯)
পঞ্চম- আলতা ফড়িং (৬.৬)
ষষ্ঠ- মাধবীলতা (৬.৫) / এক্কা দোক্কা (৬.৫)
সপ্তম- গাঁটছড়া (৬.৩)
অষ্টম- সাহেবের চিঠি (৬.১)
নবম- মিঠাই (৫.৬)
দশম- লক্ষ্মী কাকিমা (৫.৫)
For all the latest entertainment News Click Here