‘একঘেয়েমি’ কাটাতে অক্ষয়ের সঙ্গে টুইঙ্কল করেন বিশেষ এক কাজ, সেখান থেকই প্রেম শুরু
একসময় বলিউডে কাজ করলেও আজ তিনি লাইট ক্যামেরা অ্য়াকশনের দুনিয়া থেকে অনেক দূরে। বরং লেখিকা হিসেবে নিজের পরিচয় গড়েছেন। সঙ্গে আরেক পরিচয় অবশ্যই অক্ষয় কুমারের স্ত্রী। টাইমস অফ ইন্ডিয়ার জন্য নিজের সর্বশেষ কলামে টুইঙ্কল লিখেছেন, ‘একসময় বোর হয়ে গিয়ে (যখন স্মার্টফোনের আবির্ভাব হয়নি, আমি ঘণ্টারপর ঘণ্টা ফিডে এয়ারপোর্ট লুক দেখতে পারতাম না) সহ-অভিনেতার সঙ্গে জগিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যার পরিণতি হল সামান্য বেশি অ্যাথলেটিক জনযুক্ত বাচ্চা।’
টুইঙ্কল এবং অক্ষয় ১৯৯৯ সালে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ এবং ‘জুলমি’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর ২০০১ সালে বিয়ে করেন এবং তাদের সন্তান আরাভ এবং নিতারার জন্ম হয় ২০০২ ও ২০১২ সালে। টুইঙ্কল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে হাস্যকর পোস্ট শেয়ার করে থাকেন।
গত মাসে তাদের ২২তম বিবাহ বার্ষিকীতে এরকমই একটা পোস্ট করেছিলেন টুইঙ্কল। ফাঁস করেন যে, ‘আমাদের পঞ্চম ডেটে আমি ওকে বলেছিলাম, তোমার মতো কাউকে আমি কোনওদিন বিয়ে করব না। পালটা জবাবে ও (অক্ষয়) বলেছিলাম, আমার তো মনে পড়ছে না আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি বলে। এই লাইন শুনে আমি ফিদা হয়ে গিয়েছিলাম।’ সঙ্গে জুড়েছিলেন, ‘দু দশক পার হয়ে গিয়েছে, আমরা একসঙ্গে একটা জীবন গড়েছি, দুই সন্তানকে মানুষ করেছি। আমাদের পরিবার বড় হয়েছে… কাজ, বন্ধুত্ব, পোষ্য, স্বাধীনতা আর স্থিরতায় ভরপুর একটা জীবন।’
প্রসঙ্গত, আপাতত অক্ষয় কুমারের একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে সলমন খানের সঙ্গে নাচতে দেখা গেল। অক্ষয়-ইমরানের সেলফি সিনেমার ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানে নাচলেন একসঙ্গে। দেখা গেল প্রথমে নাচের হুকস্টেপ সলমনকে শেখালেন অক্ষয়, তারপর নাচলেন এসকঙ্গে।
২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, ইমরান হাসমি অভিনীত সেলফি। এটির পরিচালনা করেছেন রাজ মেহতা। এটি মালায়লাম ছবি ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক।
অন্য দিকে, টুইঙ্কল মিসেস ফানি বোনস নামে আজকাল লেখালিখি করছেন। সঙ্গে ২০১৮ সালে সিনেমা জগতে কামব্যাক করেন টুইঙ্কল খান্না, তবে দ্বিতীয় ইনিংসে অভিনেত্রী নয়, প্রযোজকের ভূমিকায়। আর বাল্কির ‘প্যাডম্যান’এর প্রোডিউসার ছিলেন টুইঙ্কল, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্বামী অক্ষয় কুমার।
For all the latest entertainment News Click Here