একই স্কোরে অল-আউট মুম্বই ও মহারাষ্ট্র! বিরল ঘটনায় রঞ্জিতে অক্সিজেন অন্ধ্রের
‘ডু অর ডাই’ ম্যাচ – তাতে দুই দলই প্রথম ইনিংসে সমান রান তুলল। যা রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দশমবার হল। শুধু তাই, রঞ্জি ষষ্ঠ রাউন্ডে মুম্বই বনাম মহারাষ্ট্র ম্যাচে সেই অদ্ভুত ঘটনার জেরে নক-আউটে যাওয়ার ক্ষেত্রে অক্সিজেন পেয়ে গেল অন্ধ্রপ্রদেশ। যে দল ঠিক ওটাই চাইছিল।
রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডে ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে মহারাষ্ট্র। তারপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঠিক ৩৮৪ রানই তোলে মুম্বই। যদিও একটা সময় মনে হচ্ছিল যে প্রথম ইনিংসে লিড পেয়ে যাবে মহারাষ্ট্র। কিন্তু প্রসাদ পাওয়ারের দুরন্ত ১৪৫ রানের ইনিংসে মহারাষ্ট্রের কাজটা কঠিন হয়ে গিয়েছিল। প্রসাদ যখন আউট হন, তখনও অবশ্য মহারাষ্ট্রের কাছে সুযোগ ছিল।
কিন্তু তনুশ কোটিয়ান মুম্বইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মুম্বইয়ের শেষ তিন ব্যাটারের সঙ্গে জুটি গড়ে দলকে মহারাষ্ট্রের প্রথম ইনিংসের রানের দিকে নিয়ে যেতে থাকেন। নিজেও শতরানের দিকে এগোতে থাকেন। কিন্তু ১১৬ তম শেষ ওভারের শেষ বলে আউট হয়ে যান কোটিয়ান (৯৩ রান)। সেইসময় মুম্বইয়ের স্কোর ছিল ঠিক ৩৮৪ রান। আর একটা রান করতে পারলেই মুম্বইয়ের নক-আউটের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যেত।
কিন্তু সেটা হয়নি। মুম্বই ৩৮৪ রানে আউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসের লিড পায়নি কোনও দলই। সেই পরিস্থিতিতে এলিট গ্রুপ ‘বি’ থেকে কোয়ার্টারে যাওয়ার ক্ষেত্রে বড়সড় অক্সিজেন পেয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ। কারণ অঙ্ক অনুযায়ী, এখন গ্রুপের অবস্থা ছিল, তাতে কোয়ার্টারে যাওয়ার জন্য মুম্বই বা মহারাষ্ট্রের মধ্যে কোনও দল প্রথম ইনিংসে লিড পেয়ে গেলেই অন্ধ্রের ছুটি হয়ে যেত। তাই হনুমা বিহারীরা চাইছিলেন যে দু’দলের প্রথম ইনিংসের স্কোর সমান হোক। ঠিক সেটাই হয়েছে। এবার যদি মহারাষ্ট্র বনাম মুম্বই ম্যাচে সরাসরি রেজাল্ট না হয়, তাহলে ওই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে চলে যাবে অন্ধ্র।
আরও পড়ুন: Bengal vs Odisha Ranji Trophy: মনোজের হাফ-সেঞ্চুরি, তৃতীয় দিনের শেষে শতরানের দোরগোড়ায় ঈশ্বরন
রঞ্জির ইতিহাসে এরকম ঘটনা কতবার ঘটল?
পরিসংখ্যান অনুযায়ী, রঞ্জির ইতিহাসে দশমবার এরকম ঘটনা ঘটল। তাৎপূর্যপূর্ণভাবে চলতি মরশুমে (২০২২-২৩ সাল) দ্বিতীয়বার এরকম উদ্ভট ঘটনা ঘটেছে যে দুটি দলই একই রান তুলেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here