একই ম্যাচে বিহারের ৬ জনের অভিষেক! ৩৪ রানে ৬ উইকেট হারাল বিশ্বরেকর্ডধারীর দল!
একই ম্যাচে আটজনের অভিষেক হল। তাঁদের মধ্যে আবার ছয়জনই বিহারের। আর সেই ম্যাচে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ৭৬ রানে ধুঁকছে বিহার। প্রথম দিনের শেষে ১২০ রানে পিছিয়ে আছে।
বৃহস্পতিবার প্লেট গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিহারের অধিনায়ক আশুতোষ আমন। মাত্র ১৯২ রানেই অল-আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। সর্বোচ্চ ৬২ রান করেন অখিলেশ সাহানি। নাজিব সৈয়দ ৩৭ রান করেন। ৫১ রানে চার উইকেট নেন আশুতোষ। তিন উইকেট নিয়েছেন সাকিবুল গনি।
বোলিংয়ের সেই ছন্দ ব্যাটিংয়েও ধরে রাখে বিহার। প্রথম উইকেটে ৪২ রান ওঠে। কিন্তু তাারপরই ধস নামে বিহারের ইনিংসে। দলগত ৪২ রানের মাথায় আউট হয়ে যান অমিত সোতিয়া। এই ম্যাচেই তাঁর অভিষেক হয়েছে। পরের ওভারেই আউট হয়ে যায় অপর ওপেনার তথা অভিষেককারী বিক্রান্ত সিংও। তিনিই সর্বোচ্চ ৩৩ রান করেন। স্কোরবোর্ডে ২০ রান যোগ হতে না হতেই আরও চার উইকেট পড়ে যায়। দিনের শেষে বিহারের স্কোর ছয় উইকেটে ৭৬ রান। ক্রিজে আছেন সাকিবুল (৩২ বলে ন’রান)। যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর বিশ্বে রেকর্ড গড়েছেন। প্রথম ম্যাচেই ত্রি-শতরান করেছিলেন।
কার কার অভিষেক হয়েছে?
১) অমিত সোতিয়া (বিহার)।
২) বংশীধর কুমার (বিহার)।
৩) গোবিন্দ চৌধুরী (বিহার)।
৪) নবম আবো (অরুণাচল প্রদেশ)।
৫) সৌরভ কুমার (বিহার)।
৬) শিবম সিং (বিহার)।
৭) তেশি তিকু (অরুণাচল প্রদেশ)।
৮) বিক্রান্ত সিং (বিহার)।
For all the latest Sports News Click Here