একই বছরে ২টি ICC বিশ্বকাপ জয়ের বিরল নজির গড়ার হাতছানি ইংল্যান্ড কোচের সামনে
মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলে ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে। একই কথা প্রযোজ্য পাকিস্তানকে নিয়েও। পাকিস্তান চ্যাম্পিয়ন হলে তাদের ঘরেও দ্বিতীয়বার ঢুকবে টি-২০ বিশ্বকাপের ট্রফি। অর্থাৎ, যে দলই জিতুন না কেন, সেটি হতে চলেছে তাদের দু’নম্বর টি-২০ বিশ্বকাপ জয়।
যদিও উভয় দলের প্রথম ও দ্বিতীয় ট্রফি জয়ের মধ্যে বিস্তর সময়ের ব্যবধান থাকবে। পাকিস্তান প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে ২০০৯ সালে। ইংল্যান্ড প্রথমবার এই খেতাব জেতে ২০১০ সালে। উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ড যদি শেষমেশ চ্যাম্পিয়ন হয়, তবে একই বছরে ২টি বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়বেন তাদের হেড কোচ ম্যাথিউ মট।
কোচ হিসেবে চলতি বছরেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছেন মট। গত এপ্রিলে মটের প্রশিক্ষণেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ডের মাটি থেকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। ফাইনালে তারা পরাজিত করে ইংল্যান্ডকে।
আরও পড়ুন:- T20 World Cup: শুরুতেই রানার্স, দ্বিতীয়বারে চ্যাম্পিয়ন, দেখে নিন টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কেমন খেলেছে পাকিস্তান
দীর্ঘ সাত বছর অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করার পরে গত মে মাসে মট সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ নিযুক্ত হন। দায়িত্ব নেন জুন মাস থেকে। ছ’মাসের মধ্যেই মটের প্রশিক্ষণে ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়। সুতরাং বাটলাররা চ্যাম্পিয়ন হলে ২০২২ সালে ২টি বিশ্বকাপ জয়ের সঙ্গে জড়িয়ে থাকবে ম্যাথিউ মটের নাম।
আরও পড়ুন:- PAK vs ENG: পাক পেসারদের বাড়তি সমীহ, চাপ কমাতেই বাটলার কি নিজেদের আন্ডারডগ হিসেবে তুলে ধরতে চাইছেন?
উল্লেখ্য, ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মট ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দায়িত্ব নেন। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ২০১৮ ও ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ জেতে। পরে ২০২২ সালে অস্ট্রেলিয়ার মেয়েরা ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাঁর প্রশিক্ষণেই। সুতরাং, কোচ হিসেবে ইতিমধ্যেই ৩টি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে মটের।
For all the latest Sports News Click Here