একই ধরনের গুণ রয়েছে ওদের: সঞ্জুর সঙ্গে ধোনির অধিনায়কত্বের তুলনা করলেন শাস্ত্রী
শুভব্রত মুখার্জি: একজন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার, আর অন্যজন আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পরেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাননি সেভাবে। একজন মহেন্দ্র সিং ধোনি এবং অন্যজন সঞ্জু স্যামসন। বর্তমানে দুজনেই খেলছেন চলতি আইপিএলে। একদিকে ধোনি নেতৃত্ব দিচ্ছেন চেন্নাই সুপার কিংসকে। অন্যদিকে সঞ্জু স্যামসন নেতৃত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালস দলকে। ধোনির নেতৃত্বে চারবার আইপিএলের শিরোপা জিতেছে সিএসকে। আর অন্যদিকে সঞ্জুর নেতৃত্বে গতবারেই ফাইনাল খেলেছে রাজস্থান। এই দুই অধিনায়ক বৃহস্পতিবারেই মুখোমুখি হয়েছিলেন একে অপরের বিরুদ্ধে। সেই ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছেন অধিনায়ক সঞ্জু। ম্যাচ শেষে সঞ্জুর প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। এমনকি ধোনির অধিনায়কত্বের সঙ্গেও তিনি তাঁর তুলনা করেছেন।
আরও পড়ুন… আশা করেছিলাম ২০২২-র বার্মিংহাম টেস্টে রোহিতের জায়গায় কোহলি নেতৃত্ব সামলাবেন- রবি শাস্ত্রী
ইএসপিএন ক্রিকইনফোকে রবি শাস্ত্রী জানিয়েছেন, ‘সঞ্জুর মধ্যে ধোনির মতন গুনাগুন রয়েছে। আমি সঞ্জুকে যতটুকু দেখেছি, ওঁর অধিনায়কত্ব যতটা দেখেছি তাতে এটা বলাই যায় ও খুব ধীরস্থির। মাথা প্রচন্ড ঠান্ডা, ধৈর্য্য ধরে খেলে। ম্যাচে কোন পরিস্থিতিতেই কিন্তু সঞ্জু খুব একটা শো অফ করে না। ওর সঙ্গে দলের বাকি ক্রিকেটারদের কমিউনিকেশন কিন্তু খুব ভালো। আমার মতে ও যত অধিনায়কত্ব করবে তত ওঁর অভিজ্ঞতা বাড়বে।’ প্রসঙ্গত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।
আরও পড়ুন… বাটলার বা সঞ্জু নয়, ধোনির গলায় শোনা গেল রাজস্থানের এই দুই তরুণ তারকার প্রশংসা
রবি শাস্ত্রী আরও জানিয়েছেন, ‘সঞ্জু এমন একজন নেতা যে পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে সিদ্ধান্ত নেন। আমরা সকলেই দেখেছি এই ম্যাচের (সিএসকে) আগের দুটো ম্যাচেও একেবারেই খুশি ছিল না দলের পারফরম্যান্সে। সেটা ওঁকে দেখে বোঝা যাচ্ছিল। যদিও সেটা কিন্তু ও মুখ ফুটে কখনও বলেনি। তবে ওঁর হাবভাব দেখে সেটা আমরা সহজেই বুঝতে পারছিলাম। নিজেদের ব্যাটিং নিয়ে ও সন্তুষ্ট ছিল না। কারণ ওই দুটো ম্যাচেই ওদের জেতা উচিত ছিল। অন্ততপক্ষে একটা ম্যাচ তো জেতা উচিত ছিল।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here