এই সপ্তাহেই শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় মেগা, বদলে আসছে কোন সিরিয়াল?
মন খারাপ করা খবর ‘রাধাকৃষ্ণ’ ভক্তদের জন্য। এই সপ্তাহেই জার্নি শেষ হচ্ছে স্টার জলসার এই ডাবিং সিরিয়ালের। হিন্দিতে জানুয়ারি মাসেই শেষ হয়েছিল সুমেধ মুদগালকার এবং মল্লিকা সিং অভিনীত মেগা। স্টার ভারতের এই ভক্তিমূলক মেগা শুরু থেকেই প্রশংসা কুড়িয়েছে। হিন্দির পাশাপাশি বাংলাতেও দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ‘রাধাকৃষ্ণ’কে।
রাধা-কৃষ্ণের অমর প্রেমের এই আখ্যানে মুগ্ধ থেকেছে আট থেকে আশি। শ্রীকৃষ্ণের ভূমিকায় সুমেধের অভিনয় মন ছুঁয়েছে সবার। রাধার সারল্য় আর সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়। রাধা-কৃষ্ণের মহাপ্রেম গাঁথার শেষ পর্বের ঝলক ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে। স্টার জলসার পর্দায় শুরুতে দুপুর ১.৩০টায় সম্প্রচারিত হত এই মেগা, পরে সময় পালটে রাত ১১টার স্লটে পাঠানো হয় রাধাকৃষ্ণকে।
শ্রীকৃষ্ণের দেহত্যাগের মধ্য দিয়েই শেষ হবে ‘রাধাকৃষ্ণ’। শেষ প্রোমোয় দেখা গেল, শ্রীকৃষ্ণ রাধাকে বলছেন, ‘নশ্বর শুধু এই শরীর। সেই প্রেমকে বুঝতে পারবে, প্রেমকে লাভ করবে যে হৃদয়ের অন্তরস্থল থেকে দুটো শব্দ উচ্চারণ করবে- রাধা, রাধা’।
প্রসঙ্গত, স্টার জলসার জন্য এই হিন্দি মেগা-র ডাবিং করেছেন ইন্দ্রনীল মল্লিক ও তন্নিষ্ঠা বিশ্বাস। শ্রীকৃষ্ণের কন্ঠ হিসাবে ইন্দ্রনীল দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। শেষদিনের ডাবিং-এর কাজ সেরে আবেগঘন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘তুমি সর্বদা আমার সঙ্গে ছিলেন, তুমি ছাড়়া আর কিছুই নেই। তুমিই আমার হৃদস্পন্দন…আমার চোখের অগোচড় হওনি তুমি… তুমিই ভালোবাসা, তুমিই সংযোগ, তুমিই লক্ষ্য…. তুমি আদতে আমার অন্তরের সুর’।
অন্যদিকে বাঙালি দর্শকের কাছে রাধা-কে জীবন্ত করে তোলা তন্নিষ্ঠা লেখেন, ‘কখনো ভাবিনি একটা ডাবিং প্রজেক্ট শেষ হলে এমন মন খারাপ হবে.. টানা তিন বছর..লকডাউনের মাঝেই এসেছিল সুযোগ..হ্যাঁ আমি হয়তো তথাকথিত ডাবিং আর্টিস্ট নই, তাই অনেকেই প্রশ্ন করেছিল আমি ডাবিং কেন করছি বরং অভিনেত্রী হিসেবে কাজ কমে যাবে (যদিও এমন কিছুই হয়নি) কিন্তু আমি নিজেকে কখনো বেঁধে ফেলতে চাইনি.. ঠিক যেমন অভিনয় করতে চাই সবরকম চরিত্রে সেরকমই অভিনয়ের পাশাপাশি আমার ক্রাফট রিলেটেড সব শিখতে চাই এবং ডাবিং সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়.. প্রকৃত আ্যক্টরের সব টেকনিক্যাল জ্ঞান থাকা খুব প্রয়োজন বলে আমি মনে করি..’।
তন্নিষ্ঠা আরও লেখেন, ‘রাধাকৃষ্ণ সত্যি একটি ব্যতিক্রমী সিরিয়াল.. গুণগতভাবে অনেক এগিয়ে.. রাধার চরিত্রে যে অভিনয় করেছে তার মুড এবং বয়স ম্যাচ করানো ছিল এক চ্যালেঞ্জ কিন্তু সম্পূর্ণ আলাদা একটি টোনে কথা বলা এবং সেটাকে তিনবছর মেইন্টেন করে যাওয়ার মধ্যে শিল্পী হিসেবে এক অদ্ভুত এস্থেটিক আনন্দ পেয়েছি যা বলে বোঝানো যায় না.. যারা যারা এই সিরিয়াল দেখেছেন একদম বিশ্বাস করতেন না যে রাধার ভয়েস আমার কারন আমার ন্যাচারাল ভয়েস তো অন্যরকম.. তখন তাদেরকে ওই ভয়েসে কথা বলে প্রুফ দিতাম, এ এক দারুণ মজার ব্যাপার’।
সূত্রের খবর, রাধাকৃষ্ণ শেষ হলে সেই স্থানে আসবে নতুন ডাবিং সিরিয়াল। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও টেলিপাড়ায় গুঞ্জন স্টার ভারতেরই অপর ভক্তিমূলক সিরিয়াল ‘জগ জননী মা বিষ্ণো দেবী- কাহানি মাতা রানি কি’ সিরিয়ালটি এবার বাংলায় দেখানো হতে পারে।
For all the latest entertainment News Click Here