‘এই মুহূর্ত কখনও ভুলব না’,রিজওয়ানের থেকে কোরান পেয়ে আপ্লুত ‘ইসলামে আগ্রহী’ হেডেন
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইসলাম ধর্মে মুগ্ধ ম্যাথু হেডেন। পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপে পাক ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন ম্যাথু হেডেন। এবং সেখানেই রিজওয়ানের থেকে একটি বিশেষ উপহার পেয়ে আপ্লুত ম্যাথু হেডেন। হেডেন নিজেই জানান, রিজওয়ান তাঁকে কোরানের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। এবং হেডেন সেই কোরান রোজ পড়েন। হেডেন আরও জানান, তিনি ইসলাম ধর্মে আগ্রহী।
উপহার পাওয়া প্রসঙ্গে হেডেন বলেন, ‘এটা রিজি (মোহাম্মদ রিজওয়ান) এবং আমার কাটানো একটি সুন্দর মুহূর্ত। আমি কখনই ভুলব না এই মুহূর্ত। আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে আগ্রহী। একজন খ্রিস্ট এবং অন্যজন মুহাম্মদকে অনুসরণ করে। তিনি আমাকে কুরানের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছিলেন। আমরা আধা ঘণ্টা মেঝেতে বসে গল্প করলাম। আমি প্রতিদিন একটু একটু করে পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন, একজন চ্যাম্পিয়ন মানুষ।’
প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা আরও বলেন, ‘এই ছেলেরা (পাক ক্রিকেটাররা) কতটা নিরপেক্ষ এবং নম্র তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা দারুণ মজার অভিজ্ঞতা আমার। তাঁরা সত্যিই কোচিং পাওয়ার যোগ্য ক্রীড়াবিদ। এটি আধ্যাত্মিকতার গভীর অনুভূতি থেকে উদ্ভূত তাঁরা। একজন পশ্চিমা হিসেবে আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব বুঝতে পারেন না। এমনকি তাঁদের সালাত – তাদের দিনে পাঁচটি ভিন্ন প্রার্থনা সেশন। আপনি লিফটের বাইরে বা লিফটেও থাকতে পারেন এবং যদি সালাতের সময় হয়ে যায় তাহলে সেখানেই সেটা হবে। এই ছেলেরা একটি উচ্চ স্তরে সংযোগ স্থাপন করে।’
For all the latest Sports News Click Here