এই মিরাকেল করতে শুধু তুমিই পারো- CSK-কে চ্যাম্পিয়ন করার পর ধোনিকে বললেন শ্রীনি
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস শেষ বলে রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নিয়েছে। এটি একটি ‘অলৌকিক’ জয়। আর এটা শুধু মাত্র কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিই করতে পারেন। মঙ্গলবার এমনই দাবি করেছেন প্রখ্যাত শিল্পপতি এবং ইন্ডিয়া সিমেন্টসের ভাইস চেয়ারম্যান এন শ্রীনিবাসন। চেন্নাই-ভিত্তিক ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসের প্রধান স্পনসর। শ্রীনিবাসন মঙ্গলবার সকালে সিএসকে অধিনায়কের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আর তাঁর দলকে এই ‘মহান জয়ের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।
ধোনির প্রতি শ্রীনিবাসনের বার্তা পিটিআই-এর সঙ্গে শেয়ার করা হয়েছে। ধোনিকে নিয়ে শ্রীনিবাসনকে বলেছেন, ‘অসাধারণ অধিনায়ক। আপনি একটি অলৌকিক কাজ করেছেন। শুধু মাত্র আপনি এটা করতে পারেন। আমরা ছেলেদের এবং দলের জন্য গর্বিত।’
আরও পড়ুন: GT-র মোহিত যেন ‘ফিনিক্স পাখি’, তবু মহাভারতের কর্ণ হয়েই থাকতে হল হরিয়ানার পেসারকে
গত কয়েক দিনে টানা ম্যাচ খেলতে হয়েছে। যে কারণে তিনি ধোনিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং এই জয় উদযাপনের জন্য ধোনিকে দলের সঙ্গে চেন্নাই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
পাশাপাশি ধোনিকে ঘিরে ভক্তদের যে উৎসব, আবেগ, শ্রীনিবাসন তাতে অভিভূত হয়েছেন। তিনি বলেছেন, ‘এই মরশুম এমন ছিল, যেখানে ভক্তরা দেখিয়েছে যে, তারা এমএস ধোনিকে কতটা ভালোবাসে। আমরাও সে রকমই ভালোবাসি।’
এ বার দেশের যেখানে যেখানে খেলা হয়েছে, সেখানে সেখানে সিএসকে ভক্তরা পৌঁছে গিয়েছেন। এবং ধোনির ভয়ে গলা ফাটিয়েছেন। সোমবার রাতে আমদাবাদে একটি উচ্চ স্কোরিং ফাইনালে গুজরাট টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে তারা পঞ্চম বারের মতো ট্রফি জিতে নিয়েছে।
আরও পড়ুন: জাদেজাকে কোলে তুলে ধোনির আনন্দশ্রু, ধুয়ে সাফ সব অভিমান- ভিডিয়ো
এ দিকে ধোনির অবসর নিয়ে সোমবারের ম্যাচের পর প্রশ্ন উঠে গিয়েছে। ট্রফি হাতে তোলার আগেই এই নিয়ে সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল ধোনিকে। সরাসরি অবসর নিয়ে প্রশ্ন না করলেও, হর্ষের ইঙ্গিত ছিল সে দিকেই। হাসতে হাসতে ধোনির উত্তর, ‘তুমি তা হলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনও দিনই ভোলার হয়।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। আমার তরফে থেকে এটা সমর্থকদের কাছে উপহার। জানি শরীরের জন্য কাজটা সহজ হবে না। তবুও।’
For all the latest Sports News Click Here