এই প্রথম! এবার পুজোয় হাত ধরাধরি করে পর্দায় আসছেন আবির-মিমি
ঋতাভরীর পর এবার প্রথমবার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় প্রথমবার নায়ক-নায়িকা হয়ে পর্দায় আসতে চলেছেন আবির-মিমি। এবছরই পুজোয় মুক্তি পাবে এই ছবি। মার্চের মাঝামাঝি (১৫ মার্চ) সময় থেকেই ছবিটির শ্যুটিং শুরু হবে। বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির কথা ঘোষণা করেন মিমি ও আবির। ক্যাপশানে লেখা হয়, ‘এবার পুজোয় দেখা হচ্ছে সিনেমা হলে!’
আবির বলেন, ‘আমি মিমির সঙ্গে এর আগেও বেশ কয়েকটি কাজ করেছি, তবে নায়ক-নায়িকা হিসাবে কাজ এই প্রথমবার কাজ করতে চলেছি। আমাদের জুটি হিসাবে ভাবার জন্য শিবপ্রসাদ, নন্দিতা ও জিনিয়াকে ধন্যবাদ। মিমি বলেন ‘তবে কী নিয়ে ছবি, কী চরিত্র এখন কিছুই বলব না, তবে এটা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়ার্ল্ড ক্লাস একটা ছবি নিয়ে আসছি।’ এদিকে উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী ‘ফাটাফাটি’ ছবিটি মুক্তি পেতে চলেছে মে আসে। এদিকে মিমিও উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছেন। ‘পোস্ত’র হিন্দি ভার্সানটিতেও কাজ করেছেন।
সূত্রের খবর, আবির-মিমি জুটির এই ছবিটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। সাধারণত, গরমের ছুটিতেই উইন্ডোজ প্রোডাকশনের বেশিরভাগ ছবি। এবার সেই ধারা বদলে পুজোয় সিনেমাপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে চলেছেন তাঁরা। ছবির বিষয় খোসলা না করলেও পরিচালক এক সংবাদমাধ্যমকে জানান, একসময় এমন একটা ঘটনা সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল, তেমনই কিছু ছবিতে উঠে আসতে চলেছে। পরিচালকের কথা থেকে অনুমান করা যায় পারিবারিক ছবির ঘরানা থেকে বের হয়ে এবার একটু অন্য ঘরনার ছবি আনতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন। তবে কলকাতা নয়, ধূলাগড়, বোলপুর, বানতলায় ছবির শ্যুটিং হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, শেষবার উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েছে হামি-২ ছবিটি। প্রেক্ষাগৃহে সফলভাবে ৭১ দিন পার করে ফেলেছে হামি-২।
For all the latest entertainment News Click Here