এই প্যাশনেট মানুষটিকে দেখেছি- না ফেরার দেশে প্রদীপ সরকার, আবেগী পোস্ট প্রতীমের
পরিণীতা, মর্দানির মতো ছবি উপহার দিয়েছেন যে পরিচালক সেই প্রদীপ সরকার চলে গেলেন আজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়ালিসিস করাতে হতো তাঁকে। এদিন আচমকা শরীরের পটাশিয়াম লেভেল ড্রপ করে যায়। হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি পরিচালক। তাঁর মৃত্যুতে এবার কলম ধরলেন প্রাক্তন সাংবাদিক তথা পরিচালক প্রতীম ডি গুপ্ত।
আহারে মন, মাছের ঝোল খ্যাত পরিচালক শুক্রবার দুপুরে তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রদীপ সরকারের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের স্মৃতিচারণ করে একটি পোস্ট লেখেন। তাঁর কথায় উঠে আসে ছবি পরিচালনা করার স্বপ্নটা তিনি কাকে দেখে দেখতে শুরু করেছিলেন।
প্রতীম এদিন ফেসবুকে তাঁর এবং প্রদীপ সরকারের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সালটা ২০০৪, নভেম্বর মাস। শিলিগুড়িতে এক ২২ বছরের সিনেমাপ্রেমী হিসেবে এবং অবশ্যই টেলিগ্রাফের সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম পরিণীতার সেটে। বিজ্ঞাপন নির্মাতা প্রদীপ সরকার তখন তাঁর ৫০ বছর বয়সে এসে প্রথম ছবির কাজ করছিলেন। শ্যুটিং চলছিল পরিণীতার। আর সেটে তাঁকেই যেন সব থেকে অল্প বয়সী লাগত, সারাক্ষণ দৌড়ে বেড়াতেন সেট জুড়ে। এরপর টানা তিন মাস আমি এই প্যাশনেট মানুষটিকে দেখেছিলাম ক্যামেরা দিয়ে একটার পর একটা সিন এঁকে চলতে।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘পরিণীতা ছবিটা অনেকেরই জীবন পাল্টে দিয়েছিল। বিদ্যা বালান, শান্তনু মৈত্র, প্রমুখর। এবং অবশ্যই এই খুদে সাংবাদিকটিরও যে স্বপ্ন দেখত এক সময় ছবি বানাবার। আজ একটি অত্যন্ত দুঃখের দিন। প্রদীপ দা আপনার মতো আর ভিজ্যুয়াল গল্প কথক পাওয়া যাবে না।’
অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ওঁর ছবি ছাড়াও, ওঁর বানানো মিউজিক ভিডিয়োগুলোও সবসময় আমার পছন্দের তালিকায় থাকে। ভীষণ সুন্দর গল্প বলতে পারতেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জানাই।’
প্রসঙ্গত বলিউডে দাপিয়ে কাজ করা এই বাঙালি পরিচালকের ছবিগুলোর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হল পরিণীতা, মর্দানি, লাগা চুনরি মে দাগ, হেলিকপ্টার ইলা। তিনি মূলত মহিল কেন্দ্রিক ছবি বানাতেন। মহিলাদের কথা, তাঁদের জয়গাঁথা উঠে আসত তবে ছবিতে।
অন্যদিকে প্রতীম ডি গুপ্তর তৈরি করা ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাহেব বিবি গোলাম, শান্তিলাল ও প্রজাপতি রহস্য, মির্চি মালিনী, আহারে মন, মাছের ঝোল, পাঁচ অধ্যায়।
For all the latest entertainment News Click Here