এই পিচে আমায় সুইপ করতে যেও না! অজি ব্যাটারদের ‘রোগ’ দেখে খিল্লি জাদেজার
একের পর এক সুইপ করলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। আর একের পর এক উইকেট তুললেন ভারতীয় বোলাররা। যা দেখে রবীন্দ্র জাদেজা পর্যন্ত অস্ট্রেলিয়ান ব্যাটারদের পরামর্শ দিলেন, ওহে! এই পিচে আমায় সুইপ মারতে যেও না। তাহলে একটাই পরিণতি হবে। যে পরিণতি দিল্লিতে হয়েছে।
রবিবার দিল্লিতে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় টেস্টের সেরা নির্বাচিত হয়েছেন জাদেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাদেজাকে উদ্দেশ্য করে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর প্রশ্ন করেন, ‘রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে কি সুইপ খেলা উচিত ব্যাটারদের?’ সেই প্রশ্নের জবাবে হেসে ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার বলেন, ‘এরকম ধরনের উইকেটে নয়।’
আরও পড়ুন: WTC Points Table – টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র ১টি জয় দূরে ভারত, ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একাধিক অস্ট্রেলিয়ার ব্যাটার সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান। তাঁরা যেন ভারতের বিমানে ওঠার আগে থেকেই ভেবে রেখেছিলেন যে রবিচন্দ্রন অশ্বিন, জাদেজাদের বিরুদ্ধে সুইপ করতে হবে। কিন্তু সেই পরিকল্পনা কাজে দেয়নি। বিভিন্ন ধরনের সুইপ মারতে গিয়ে পরপর আউট হয়ে যান অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এমনই পরিস্থিতি হয় যে ৬৫ রানে এক উইকেট থেকে ১১৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এমনকী স্টিভ স্মিথদের সুইপের বহর দেখে তুমুল সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ম্যাথু হেডেন।
আরও পড়ুন: Ravindra Jadeja’s record in IND vs AUS match – মাত্র ১২.১ ওভারে ৭ উইকেট- অস্ট্রেলিয়াকে দুমড়ে দিয়ে টেস্টে নজির জাদেজার
জাদেজা আর কী কী বললেন?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১২.১ ওভারে ৪২ রানে সাত উইকেট নেন জাদেজা। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের তারকা অল-রাউন্ডার জাদেজা বলেন, ‘আমি খুব উপভোগ করে বোলিং করছি। এই ধরনের উইকেট আমার বোলিং স্টাইলের সঙ্গে খাপ খায়। আমি শুধুমাত্র স্টাম্পে বল করতে চাইছিলাম। আমি জানতাম যে ওরা (অস্ট্রেলিয়ান ব্যাটাররা) সুইপ করতে যাবে। আমি সবসময় পুরো বিষয়টা সহজ-সরল রাখি। গতকালও (শনিবার) যখন ওরা (অস্ট্রেলিয়ান ব্যাটাররা) রানের জন্য ঝাঁপাচ্ছিল এবং ওদের মানসিকতা অত্যন্ত আগ্রাসী ছিল, (তখনও সেটাই করেছিলাম)।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here