‘এই দোলেই..’ মনোজ বাজপেয়ীর পোস্ট ঘিরে হইচই, তবে কি ফ্যামিলি ম্যান ৩ আসছে?
মনোজ বাজপেয়ী সম্প্রতি একটি স্ট্যাটাস দেন, সেখানে তিনি পরিবারের বিষয়ে কথা বলেন। আর তাতেই সকলে মনে করছেন অভিনেতা হয়তো নিপুণ ভাবে তাঁর আগামী কাজ ফ্যামিলি ম্যান ৩ আসার ইঙ্গিত দিলেন। মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে মনোজ একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে তিনি তাঁর ভক্তদের সঙ্গে কথা বলেন। আর এই পোস্টের ক্যাপশনেই তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে আসছি। আমাদের স্বাগত জানাবে না?’
অভিনেতার পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ‘হ্যালো, সবাই কেমন আছেন? অনেকদিন হয়ে গেল। এবার আমার কথা মন দিয়ে শুনুন। এই দোলেই আপনার পরিবারের জন্য নিয়ে আসছি আমার পরিবারকে। সঙ্গে থাকুন।’ এই পোস্টে অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি কমেন্ট করেন। তিনি লেখেন, ‘আরে আরে..’
এই পোস্ট করার পরই অভিনেতার অনুরাগীরা অনুমান করতে শুরু করেন যে দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩-এর বিষয় হয়তো শীঘ্রই ঘোষণা করা হবে। এই সিরিজটি হয়তো দোলের সময় মুক্তি পেতে চলেছে। এক ভক্ত তাঁর পোস্টে কমেন্ট করে লেখেন, ‘ফ্যামিলি ম্যান সিজন ৩ আসছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমার সব থেকে পছন্দের সিরিজ হল ফ্যামিলি ম্যান ৩।’ এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘মাস্টারপিস আসছে।’
এই সিরিজের শেষ দুটো সিজন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যায়। সিরিজটির পরিচালনা করেছেন রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকে। কিছুদিন আগেই ভ্যারাইটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিকে জানিয়েছেন, ‘আমাদের সিটাডেল নিয়ে কাজ শেষ হয়ে গেলেই আমরা ফ্যামিলি ম্যান ৩-তে হাত দেব। বহুদিন ধরেই অনেকে এই সিরিজের বিষয় জিজ্ঞেস করছেন।’
এই সিরিজের প্রথম দুটো ভাগে মনোজ ছাড়াও প্রিয়মণি, শরদ কেলকার, নীরজ মাধব, দালিপ তাহিল, সানি হিন্দুজা, শ্রেয়া ধন্বন্তরি, প্রমুখকে দেখা গিয়েছে।
মনোজ বাজপেয়ীকে শেষবার অভিমন্যু দাসানি এবং ধ্বনি ভানুশালির সঙ্গে একট মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে। এছাড়া তাঁকে আগামীতে একটি কোর্টরুম ড্রামা বান্দা ছবিতে দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here