‘এই দিনটারই তো স্বপ্ন দেখেছিলাম’,দেশকে না পারলেও MI-কে ট্রফি দিয়ে খুশি হরমনপ্রীত
ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের খেতাব হাতে তোলার পরে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মেনে নিতে কুণ্ঠাবোধ করলেন না যে, খেতাবি লড়াইয়ে তাঁরা ভাগ্যের সাহায্য পেয়েছেন। তিনি অবশ্য এটাও স্পষ্ট জানান যে, জিততে হলে প্রতি ম্যাচেই অল্প-বিস্তর ভাগ্যের সহায়তা লাগে।
যদিও শুধু ভাগ্যের জোরে মুম্বই ইন্ডিয়া উইমেন্স প্রিমিয়র লিগের খেতাব জিতেছে, এমনটা নয় মোটেও। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে তবেই খেতাব ঘরে তুলেছে তারা। হরমনপ্রীতকে তৃপ্ত শোনায় দলের প্রত্যেকে নিজেদের দায়িত্ব যথাযথ পালন করায়।
চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, ‘আজ ভাগ্য আমাদের সঙ্গ দিয়েছে। প্রচুর ফুলটস বল পড়েছে। তবে সবকিছুই আমাদের অনুকূলে গিয়েছে। আমি মনে করি যে, খেলতে নামলে একটু ভাগ্যের সাহায্য দরকার হয়।’
পরক্ষণেই হরমনপ্রীত বলেন, ‘আমাদের কাছে এটা দারুণ অভিজ্ঞতা। এই মুহূর্তটার জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। ড্রেসিংরুমের প্রত্যেকে ভীষণ উপভোগ করেছি। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা স্বপ্নের মতো।’
আরও পড়ুন:- WPL 2023 Purple Cap: অল্পের জন্য় বেগুনি টুপি হাতছাড়া বাংলার সাইকার, শেষ ম্য়াচে বাজিমাত ম্যাথিউজের- তালিকা
দলের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে হরমনপ্রীত বলেন, ‘যখন আপনার হাতে এত লম্বা ব্যাটিং লাইনআপ থাকে, তখন ক্রিজে গিয়ে নিজেকে মেলে ধরাটাই আসল কাজ হয়। সাজঘরে এই আলোচনাই হতো। আমি খুশি যে, সবাই নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। যেটা আলোচনা হতো, তা যথাযথ মেলে ধরেছে প্রত্যেকে।’
উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা দিল্লি একসময় ১০০ রানের গণ্ডি টপকাবে কিনা, তা নিয়ে ঘোর সংশয় দেখা দেয়। রাধা যাদব ও শিখা পান্ডে শেষ উইকেটের জুটিতে ৫২ রান যোগ করে দিল্লিকে লড়াই করার রসদ এনে দেন। ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে।
আরও পড়ুন:- WPL 2023: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল মুম্বই ইন্ডিয়ান্স? দেখুন কাদের হাতে উঠল কোন ব্যক্তিগত পুরস্কার
মেগ ল্যানিং ৩৫, শিখা পান্ডে ২৭ ও রাধা যাদব ২৭ রান করেন। ৫ রানে ৩টি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। ৪২ রানে ৩টি উইকেট দখল করেন ইসি ওং।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ন্যাট সিভার ব্রান্ট ৬০ রান করে নট-আউট থাকেন। ৩৭ রান করে সাজঘরে ফেরেন হরমনপ্রীত কৌর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here