এই দলকে হারাতে পারলেই ICC T20 WC 2022 জিতবে টিম ইন্ডিয়া- রায়নার ভবিষ্যদ্বাণী
টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবং বর্তমানে প্রাথমিক গ্রুপ পর্বের ম্যাচগুলো চলছে।, যার মধ্যে চারটি দল সুপার 12 পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সকলের নজর এখন ২৩ অক্টোবরের দিকে। এই দিনে ভারতীয় ক্রিকেট দল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক মিলিয়ন দর্শকের সামনে পাকিস্তানের মুখোমুখি হবে। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়না টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, ভারত যদি পাকিস্তানকে ভালো ভাবে হারায় তাহলেই রোহিত শর্মারা বিশ্বকাপ জিতবে।
সুরেশ রায়না এনডিটিভিকে বলেছেন, ‘অবশ্যই, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলে আমরা বিশ্বকাপ জিতব।’ ভারতের টুর্নামেন্ট জেতার সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে রায়না বলেন, ‘টিম এখন ভালো করছে। বুমরাহর জায়গায় শামি এসেছে, এটা দলকে একটু এক্স-ফ্যাক্টর দেবে। আমাদের আর্শদীপ সিং, সূর্যকুমার যাদব আছে। সবাই ভালো ফর্মে আছে, বিরাট কোহলি সত্যিই ভালো দেখাচ্ছে। রোহিত শর্মা একজন খুব ভালো নেতা। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো সুর তৈরি করবে। দেশের সবাই তার জন্য প্রার্থনা করছে এবং আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই।’
আরও পড়ুন… একসঙ্গে পাশাপাশি বাবর ও রিজওয়ানের সঙ্গে চলল কোহলির অনুশীলন! ভাইরাল হচ্ছে ভিডিয়ো
টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামিকে গত সপ্তাহে জসপ্রীত বুমরাহের বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে। সোমবার প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে তিন উইকেট নিয়েছেন তিনি। কতটা তৈরি তা দেখিয়েছেন এই পেসার। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে তিনি মাত্র চার রান দেন এবং ভারত ছয় রানে জিতে যায়। শেষ চার বলে চার উইকেটের পতন হয়েছিল, যার মধ্যে একটি ক্যাচ, একটি রান আউট এবং দুটি ক্লিন বোল্ড করেন শামি।
সুরেশ রায়না বলেছেন, ‘আমি তাকে নিখুঁত প্রতিস্থাপন বলব না, কারণ আপনি জসপ্রীত বুমরাহ বা রবীন্দ্র জাদেজাকে প্রতিস্থাপন করতে পারবেন না। সে ভারতের হয়ে ধারাবাহিকভাবে খেলেছে এবং সে ভালো করেছে, কিন্তু আপনার কাছে সেরা বিকল্প ছিল, আপনি তাকে বেছে নিয়েছেন।’ শামি ভালো করেছে, সে ভালো ফর্মে আছে। বিসিসিআই টুর্নামেন্টের ১৫ দিন আগে অস্ট্রেলিয়ায় দল পাঠিয়ে সত্যিই ভালো করেছে। মাঠ বড়, সব মিলিয়ে প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করি। আমাদের নির্ভীক ক্রিকেট খেলতে হবে এবং ভালো উদ্দেশ্য দেখাতে হবে।’
আরও পড়ুন… মুম্বইয়ে BCCI AGM-এ হাজির সৌরভ! মিলবে কি আইসিসিতে যাওয়ার টিকিট?
পন্ত এবং কার্তিকের বিতর্ক সম্পর্কে রায়না বলেন, ‘দীনেশ কার্তিক ভালো ফর্মে আছে এবং সে ভালো করেছে, কিন্তু ঋষভ পন্ত যদি দলে থাকে, তাহলে সে আপনাকে এক্স-ফ্যাক্টর দেয়, কারণ সে একজন বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গৌতম গম্ভীর কীভাবে পারফর্ম করেছিল তা আমরা দেখেছি। যুবরাজ সিং-এর ছিল ছয়টি ছক্কা। তারপর ২০১১ সালের বিশ্বকাপে তাদের দুজনেরই বড় ভূমিকা পালন করে ছিলেন। তাই আমি মনে করি বাঁহাতি ব্যাটসম্যান হওয়া আপনাকে সেই সুবিধা দেয়। ঋষভ জানেন কীভাবে প্রথম বলে ছক্কা মারতে হয়। সে সুযোগ পেলে অবশ্যই ভালো করবে।’
For all the latest Sports News Click Here