এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো- সৌরভ উচ্ছ্বসিত হলেও,DC-র ব্যাটিং নিয়ে চিন্তায়
অবশেষে জয় পেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচে হারের পর সৌরভই বলেছিলেন, পরের নয় ম্যাচ জিতবে দিল্লির টিম। সেই সঙ্গে তারা প্লে-অফেও পৌঁছবে। সেই অভিযানই বৃহস্পতিবার সফল ভাবে শুরু করল দিল্লি। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ২০২৩ আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল তারা। প্রথমে ব্যাট করে ১২৭ রান তুলেছিল কেকেআর। সেই রান ৬ উইকেটে তুলে নিল দিল্লি।
ম্যাচের পর দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘জিততে পেরে খুশি। আমি ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো (মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ সম্পর্কে)। আমরা আজ (বৃহস্পতিবার) ভাগ্যবান ছিলাম।’
আরও পড়ুন: বাচ্চাদের মতো ক্যাচ ফেললেন কোহলি, হাসির খোরাক নেটপাড়ায়
তবে সৌরভ বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও, হতাশা প্রকাশ করেছেন ব্যাটারদের নিয়ে। মাত্র ১২৮ রান তাড়া করতে নেমে দিল্লি ১৯.২ ওভার নিয়ে নেয়। মাত্র ৪ বল বাকি থাকতে তারা জয়ের লক্ষ্যে পৌঁছয়। সৌরভ তাই বলছেন, ‘এই মরশুমে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আমাদের নিজেদের ভুলত্রুটিগুলো খুঁজতে হবে। এবং দেখতে হবে কী ভাবে আমরা আরও ভালো করতে পারি। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি আমরা ভালো খেলিনি এবং আরও ভালো ব্যাট করার পথ খুঁজতে হবে। আমাদের ছেলেদের কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্ম ফিরে পেতে হবে। সেটা পৃথ্বী, মণীশ হোক বা মিচ মার্শ। তারা দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আগামীকাল আমাদের একদিনের ছুটি আছে এবং তার পর হায়দরাবাদে উড়ে যাব। আশা করি, সেখানে ভালো ব্যাটিং উইকেট হবে, সাধারণত যেটা হয়ে থাকে।’
আরও পড়ুন: KKR-এর হয়ে অভিষেক বাংলাদেশের লিটনের, অল্প রানে ফেরালেন বাংলার তারকা মুকেশ
টানা পাঁচটি ম্যাচ হারা দিল্লির কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন লড়াই। সেই ম্যাচে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে সুযোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। আইপিএলে একাধিক বার দেখা গিয়েছে প্রাক্তন নাইটদের কেকেআরের বিরুদ্ধে ভাল খেলতে। এ ক্ষেত্রেও তেমনই হল। নিজের চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন ইশান্ত। অন্য এক প্রাক্তন নাইট কুলদীপ যাদব তিন ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। দু’টি করে উইকেট নেন অক্ষর পটেল এবং এনরিখ নরকিয়া। একটি উইকেট বাংলার পেসার মুকেশ কুমারের।
দিল্লির বোলারদের দাপটে কলকাতার রানের গতি একেবারে থমকে যায়। পাশাপাশি একের পর এক উইকেটও হারাতে থাকে তারা। মাত্র ১২৭ রানে নাইটরা অলআউট হয়ে যায়। জেসন রয়ের ৪৩ রান (৩৯ বলে) ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ আন্দ্রে রাসেলের। অপরাজিত ৩৮ (৩১ বলে)। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মনদীপ সিং। করেছেন মাত্র ১২ রান (১১ বলে)। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর।
রান তাড়া করতে নেমে দিল্লিও যে আহামরি ব্যাটিং করেছেন, সেটা একেবারেই নয়। তবে ডেভিড ওযার্নারের ৫৭ (৪১ বলে), মণিশ পাণ্ডের ২১ (২৩ বলে) এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ১৯ (২২ বলে) দিল্লিকে জয় এনে দিতে সাহায্য করে। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় দিল্লি। কলকাতার বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, অনুকূল রায় ২টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here