‘এই গানটাই যত নষ্টের গোড়া..’, গেরুয়া পাগড়িতে কলকাতায় অরিজিৎ,দিলেন বিতর্কের জবাব
বহুপ্রতীক্ষা, বহু-বিতর্ক শেষে কলকাতার বুকে গান গাইলেন অরিজিৎ সিং। নির্ধারিত দিনেই হল কনসার্ট, তবে ইকো পার্কের পরিবর্তে ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠান। অরিজিৎ সিং-এর কনসার্টের ভেনু বদল নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। অনেকের মনেই প্রশ্ন ছিল এদিন কি কলকাতায় ফের একবার ‘রং দে তু মোহে গেরুয়া’ গাইবেন তারকা? এমনিতে সাতে-পাঁচে থাকেন না অরিজিৎ। তবে এদিন ‘নির্বিবাদী’ এই মানুষটি শুধু ‘গেরুয়া’ গাইলেন তা নয়, গত দু-মাস ধরে চলে আসা বিতর্কের জবাবও দিলেন। এদিন গেরুয়ার পাগড়িতে দেখা মিলল গায়কের। সঙ্গে কালো শার্ট আর প্যান্ট, বুকের কাছে লাগানো ‘তিরঙ্গা’ আঁকা ব্যাজ।
‘গেরুয়া তো সন্ন্যাসীদেরও রং’
মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ দৃঢ় গলায় বললেন, ‘আরে এই গানটাই যত নষ্টের গোড়া। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তাহলে কি এত বিতর্ক হত?’
গেরুয়া বিতর্কের শুরু কোথায়?
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী গান শোনবার আবদার করেছিলেন গায়কের কাছে। সেই সময় শাহরুখ-কাজলের হিট গান ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়ে উঠেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। গান শুরুর আগে বলেছিলেন ‘একটা গান গেয়ে দিলেই ল্যাটা চুকে যাবে’। এর কয়েকঘন্টার মধ্যেই জানা যায়, ইকো-পার্কে অরিজিতের কনসার্টের অনুমতি বাতিল করেছে হিডকো কর্তৃপক্ষ। বিজেপির তরফে অভিযোগ আনা হয়, মমতার বিরাগভাজন হওয়ার জেরেই এমনটা ঘটল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ‘ইকো পার্কে কখনই অরিজিৎ-এর কনসার্টের অনুমতি দেওয়া হয়নি’। কনসার্ট বাতিলের কারণ হিসাবে ইকো-পার্কের পরিবেশ রক্ষাকে হাতিয়ার করা হয়েছিল।
এদিন রং দে তু মোহে গেরুয়ার পাশাপাশি নিজের গাওয়া একাধিক হিট গান গাইলেন অরিজিৎ। প্লে-লিস্টে ছিল হিন্দি আর বাংলার অসাধারণ যুগলবন্দি। ‘শায়েদ’, ‘বেখায়ালি’, ‘নয়না’-র মতো নিজের হিট বলিউড গানের পাশাপাশি গাইলেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। হেমন্তর ‘দোল দোল দোল’, ‘এই পথ যদি না শেষ’ হয় গেয়ে ঝড় তুললেন অরিজিৎ, শোনালেন রামপ্রসাদী গান ‘মন রে কৃষিকাজ জানো না’। এদিন অরিজিতের কনসার্টে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। পৌঁছেছিলেন রূপম ইসলামও। বাংলা ব্যান্ডকেও এদিন ট্রিবিউট দিলেন অরিজিৎ। মঞ্চ থেকে নেমে রূপমের সঙ্গে গলা মেলালেন ‘একলা ঘর আমার দেশ’ গানে।
For all the latest entertainment News Click Here