এই উইকেট নেওয়ার কথা হাজার বার ভেবেছি, বারো বছরের অপেক্ষার শেষে বললেন উনাদকাট
২০১০ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। এরপর বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ। ব্যবধান দীর্ঘ ১২ বছর। ১২ বছর পর টেস্টের প্রথম উইকেটের স্বাদ পেলেন জয়দেব উনাদকাট। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। সেই ম্যাচে কোনও উইকেট পাননি। তারপর থেকে শুধু অপেক্ষা। এক দশকেরও বেশি সময়ের পর ফিরে এসে নিলেন প্রথম উইকেটটা। স্বপ্ন পূরণ হল বাঁহাতি জোরে বোলারের।
৩১ বছর বয়সী উনাদকাট বলেন, ‘প্রথম টেস্ট খেলা থেকে এখনও পর্যন্ত আমি এই প্রথম উইকেট নেওয়ার ভাবনা অন্তত হাজার বার ভেবেছি। কিন্তু কোনওভাবেই স্বপ্নপূরণ হচ্ছিল না।’ সবথেকে বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা প্রথম ভারতীয় খেলোয়াড় তিনি।
সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা উনাদকাট দলের অন্যতম স্তম্ভ। সৌরাষ্ট্রের অনেক ট্রফি জেতার পিছনে তিনি প্রধান কান্ডারী ছিলেন। টেস্টে প্রথম উইকেট নেওয়ার পাশাপাশি অন্য এক রেকর্ডও গড়েন জয়দেব। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড় তিনি।
আরও পড়ুন:- IND vs PAK: দুই সরকারকে উদ্যোগ নিতে হবে, ভারত-পাক সিরিজ নিয়ে মন্তব্য নয়া PCB চেয়ারম্যানর শেঠির
বাংলাদেশের স্যাঁতস্যাঁতে পিচে প্রথমে ব্যাট করতে নেমে ভালোই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার নাজমুল এবং জাকির হাসান। কিন্তু তখনও তো স্বপ্নের নায়কের ফিরে আসা বাকি। নিজের ও এই ম্যাচে দলের প্রথম উইকেটটি ছিনিয়ে আনেন উনাদকাট। শর্ট বল খেলতে গিয়েই চতুর্থ স্লিপে বল তুলে দেন জাকির। সহজ ক্যাচ লুফতে ছাড়েননি লোকেশ রাহুল। আর তাতেই টেস্টে প্রথম উইকেট পান জয়দেব উনাদকাট।
বিসিসিআই টিভিকে উনাদকাট বলেন, ‘যখন উইকেট পাইনি তখন প্রত্যেকেই বলেছিল আমার ব্যাপারে। আমি আবার ভারতীয় দলে খেলার সুযোগ পাব। আমি সত্যিই লাল বলের ক্রিকেট খেলাকে খুব মিস করেছি। শুধুমাত্র জাতীয় দলে ফের খেলা নয়। ঘরোয়া মরশুমে রঞ্জি ট্রফি খেলাটাকেও মিস করেছি। তবে উইকেট নেওয়ার পরের মুহূর্তটা আমার এক হাজার বারেরও বেশি মনে পড়ছে।’
আরও পড়ুন:- এত রান করব,পরের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না- নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন শুভমন
প্রসঙ্গত, জয়দেবের আগে সবচেয়ে বেশি টেস্টে বাদ পড়েছিলেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তিনি ১৪২টি টেস্টে দলের বাইরে ছিলেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই সব থেকে বেশি টেস্টে দলের বাইরে থাকা ক্রিকেটার। দ্বিতীয় স্থানে উনাদকাট। উনাদকাট ১১৮টি টেস্ট ম্যাচে জাতীয় দলের বাইরে ছিলেন। মহম্মদ শামি চোটের কারণে বাদ পড়ায় তাঁকে দলে নেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here