ঋষভ আর উর্বশীর বিয়ে নাকি সামনে, কোষ্ঠী মিলিয়ে ভাগ্য গণনা শুরু!
উর্বশী রাওতেলা আর ঋষভ পন্তের কিস্সা যেন থামার নামই নেয় না। প্রেম আছে কি নেই, তা বুঝতে গিয়েই যেন কালঘাম ছুটে গিয়েছে আমজনতার। যাই হোক, আপাতত প্যারিসে আটকে আছেন অভিনত্রী। প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে সে দেশে গিয়ে পড়েন বিক্ষোভের মুখে। আপাতত বলা চলে হোটেলেই বদ্ধ আছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বইয়ের ছবি শেয়ার করে নেন। বইয়ের নাম ‘Love Signs’। এখানেই থেমে থাকেননি, এরপর এই বইয়ের একটি পৃষ্ঠারও ছবি দেন। যাতে লেখা, পাইসেস আর লিব্রার মধ্যে সম্পর্ক। পাইসেস অর্থাৎ মীন, আর লিব্রার মধ্যে সম্পর্কের সমীকরনটা ঠিক কেমন হয়। এবার বলে রাখি উর্বশী হল মীন রাশির, আর পন্ত তুলা রাশির। আরও পড়ুন: বর্ষায় মিইয়ে যাচ্ছে বিস্কুট-চানাচুর? আপনার এই ভুলেই এই হাল, বন্ধ করুন এখনই
সোশ্যাল মিডিয়ায় এই দুটি ছবি শেয়ার করতেই ফের একবার উর্বশীর উপরে ক্ষেপে লাল পন্তের ভক্তরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দুটির স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। একজন লেখেন, ‘কী ক্ষেপাটে মহিলা। আমি এটাই বুঝতে পারছি না ওর কি পন্তের উপরে ক্রাশ আছে না কি। তবে এসব করে লোকের সামনে নিজেকেই ছোট করে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই মেয়েটা খবরে আসার সময় আর কী কী যে করতে পারে। পন্তের কপালে আর শান্তি নেই।’ আরও পড়ুন: ফিরছে ‘মেয়েবেলা’র মৌঝর! বড় ঘোষণা ডোডো অর্পণের, ‘সারপ্রাইজ’ দিলেন মৌ স্বীকৃতি
এমন না এই প্রথম পন্তকে নিয়ে পোস্ট দিলেন উর্বশী সোশ্যাল মিডিয়াতে। এর আগে যখন গাড়ি দুর্ঘটনায় চোট পান পন্ত, তখন ‘সনম রে’ অভিনেত্রী মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একটা সাদা-কালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই সময়ও নেটিজেনরা উর্বশীর উপর অভিযোগ তুলেছিলেন ‘মানসিক নির্যাতন’-এর।
কাজের সূত্রে, উর্বশীকে শেষ পর্দায় দেখা গিয়েছিলে অখিল আক্কিনেনির ছবি ‘এজেন্ট’-এ, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এছাড়াও রণদীপ হুডার সঙ্গে ইন্সপেক্টর অবিনাশ’-এ দেখা মিলেছে তাঁর। ১৮ মে থেকে OTT প্ল্যাটফর্ম জিও সিনেমা-এ স্ট্রিমিং হচ্ছে এই সিরিজের। খবর রয়েছে খুব জলদিই উর্বশীকে দেখা যাবে রশ্মিকা মন্দনা আর অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-তে। আইটেম ডান্স করার কথা রয়েছে নায়িকার।
For all the latest entertainment News Click Here