ঋদ্ধির পথেই সুদীপ! এবার খেলবেন ত্রিপুরার হয়ে
শুভব্রত মুখার্জি: গত মরশুমের আইপিএল শেষ হওয়ার পরপরেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের স্টার কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। বাংলা ক্রিকেট বোর্ড অর্থাৎ সিএবির সঙ্গে মনোমালিন্যের কারণে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ত্রিপুরার হয়ে আগামী মরশুমে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঋদ্ধিমানের পথেই এবার হাঁটলেন বাংলার আরেক ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। ঋদ্ধির মত একরাশ অভিমানকে সঙ্গী করে তিনিও আগামী মরশুমে ত্রিপুরার হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
কাকাতলীয়ভাবে আসন্ন মরশুমে যে ত্রিপুরার হয়ে খেলবেন সেই ত্রিপুরার বিরুদ্ধেই অভিষেক হয়েছিল সুদীপের। সুদীপ চ্যাটার্জি তে বাংলা ছাড়ছেন তা আগেই জানা হয়ে গিয়েছিল। সোমবার ত্রিপুরাতে গিয়ে ও চুক্তিপত্রে সই ও করে ফেলেছেন তিনি। বাংলার বাঁ-হাতি ব্যাটার সই করার পরে মঙ্গলবার শহরে ফেরেন। সিএবির থেকে ছাড়পত্র কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন সুদীপ। ১২ বছর ধরে বাংলার হয়ে খেলেছেন সুদীপ। বাঁ-হাতি এই ওপেনার ব্যাটার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংসও উপহার দিয়েছেন দলকে।
আরও পড়ুন… কথা রাখলেন ফেডেরার, পাঁচ বছর আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ফের নামলেন কোর্টে
উল্লেখ্য ২০২০ সালে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৮১ রানের অনবদ্য ইনিংসও খেলেছিলেন সুদীপ। এই বারের রঞ্জিতে তিনি মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২৯ রান করেন। তারপর আর একটি ম্যাচেও সুযোগ পাননি সুদীপ। প্রসঙ্গত টি-২০ ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন সুদীপ। সেই মরশুমে দুটো অর্ধশতরান ও করেছিলেন। তারপরেও দল থেকে বাদ পড়তে হয় তাকে।
উল্লেখ্য বাংলাকে বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছেন সুদীপ চ্যাটার্জি। দীর্ঘ দিনের সেই সম্পর্ক হঠাৎ কী কারণে ছিন্ন হল এই বিষয়ে সুদীপ তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন, ‘আরও বেশি ম্যাচ খেলতে চাই। বাংলায় সেই সুযোগটা পাচ্ছিলাম না। যেখানে সুযোগ পাব সেখানেই খেলব। আমার মধ্যে এখনও অনেক খেলা বাকি রয়েছে।’ তিনি আরও যোগ করে বলেন, ‘কিছু তো ঘটেছে অবশ্যই। তা না হলে আর রাজ্য ছাড়ব কেন? কিছু জিনিস বেশ খারাপ লেগেছে। সেই কারণেই অন্য রাজ্যে যাচ্ছি।’
সুদীপ চ্যাটার্জী আরও বলেন, ‘একটা অভিমান তো রয়েছে। দলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলাম না। এমন সময়তেই ত্রিপুরা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।ভাবনা চিন্তা শুরু করেছিলাম সেই সময়তে। ঋদ্ধিদার সঙ্গে কথা বলি। তারপর ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’
For all the latest Sports News Click Here