ঋতাভরী স্বপ্ন বোনার গল্প এবার চমকের গলায়, পয়লা বৈশাখের আগেই এল ফাটাফাটি উপহার
আমরা অনেক সময়ই দোকানে গিয়ে বা অনলাইন শপিং করতে গিয়ে কোনও পোশাক খুব পছন্দ করার পরও কিনতে পারি না স্রেফ ‘গায়ে হবে না’ বলে, কিংবা ‘রংটা আমায় মানাবে না বলে।’ আর এই পরিস্থিতিতে পুরুষ, মহিলা সকলেই পড়েছেন। চেহারার জন্য মানুষ কী কী সহ্য করে সেটাই অরিত্র মুখোপাধ্যায়ের ছবিতে উঠে আসবে। একজন প্লাস সাইজ মডেলের গল্প ধরা পড়বে এই ছবিতে। ইতিমধ্যেই এই ছবির গান প্রকাশ্যে এসেছে। চমক হাসানের গাওয়া স্বপ্ন বোনার সময় এখন মুক্তি পেয়েছে। এটা এই ছবির দ্বিতীয় গান। এর আগে আরও একটি গান লঞ্চ করে গিয়েছে।
স্বপ্ন বোনার সময় এখন গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চট্টোপাধ্যায়। চমক নিজেই এক ছবির মিউজিক কম্পোজ করেছেন একই সঙ্গে লিরিক্স লিখেছেন। অরিত্র এই গানের বিষয়ে বলেন, ‘এর আগে চমকের গলায় এই মায়াবী চাঁদের রাতে গানটি দর্শকদের মনে ধরেছিল ভীষণ। তখনই ভেবেছিলাম যে ওর সঙ্গে আবার কাজ করব। আসলে ওর গাওয়া গান যতবার শুনি ততবার ওর কাজের প্রেমে পড়ি।’
চমক নিজে এই গানের সম্পর্কে বলেন, ‘আশা করছি বাবা বেবি ও ছবিটির গানটির মতো এই ছবির স্বপ্ন বোনার সময় এখন গানটিও সবার খুব ভালো লাগবে। এটাও সবার মন ছুঁয়ে যাবে বলে আশা করছি।’
এই গানে কী ধরা পড়বে? ফাটাফাটি যাঁর গল্প বলবে সেই ফুল্লরা ভাদুড়ী তথা প্লাস সাইজ মডেলের পথচলার গল্প দেখা যাবে এখানে। ফ্যাশন বা সাজগোজ যে কেবল ছিপছিপে, রোগাদের জন্য নয়, যাঁরা তথাকথিত মোটা, স্বাস্থ্যবান তাঁদের জন্যও সেটা এই ছবিতে তুলে ধরা হবে ফুল্লরার গল্পের মাধ্যমে। উইন্ডোজ প্রোডাকশন হাউজ এই ছবির প্রযোজনা করছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। শ্রীভাল্লি খ্যাত গায়ক জাভেদ আলি এই ছবির একটি গান গেয়েছেন।
For all the latest entertainment News Click Here