উস্কানিমূলক খবরের জের, ২০২০ সাল থেকে নিউজ চ্যানেলগুলির নামে ৭৯টি মামলা: কেন্দ্র
কেবল টিভি রেগুলেশন আইন, ১৯৯৫-এর যাবতীয় বিধান মেনে চলতে হবে বেসরকারি সংবাদ চ্যানেলগুলিকে। বৃহস্পতিবার পার্লামেন্টে ফের একবার মনে করালেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এমন কোনও টেলিভিশন প্রোগ্রাম সম্প্রচার করা যাবে না, যার মধ্যে সাম্প্রদায়িক উস্কানি থাকবে।
২০২০ সাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে মোট ৭৯টি মামলা দায়ের রয়েছে দেশের বিভিন্ন বেসরকারি নিউজ চ্যানেলের বিরুদ্ধে। কখনও পরামর্শ, সতর্কতা, স্ক্রোলের মাধ্যমে ক্ষমাপ্রার্থনার আদেশ জারি করা কিংবা সম্প্রচার বন্ধের নির্দেশ- সবরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র। নিউজ চ্যানেলে ভুয়ো, বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক খবর ও কুৎসা সম্প্রচারের জেরেই এমনটা ঘটেছে।
কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনের (Cable Television Network Act, 1995) নীতিমালা অনুসারে এই ধরণের সমস্যার সমাধানে তিনটি ধাপ রয়েছে। প্রথম লেবেলে সংবাদের গুণমান এবং তার মধ্যেকার যাবতীয় ভুল-ভ্রান্তি বিচার করবে সংশ্লিষ্ট চ্যানেলের অন্তর্গত কোনও বডি, দ্বিতীয় ও তৃতীয় ধাপের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র সরকারের হাতে।
‘শালীনতার সীমা লঙ্ঘন করছে, প্রকাশ্যে প্রদর্শন সম্ভব নয় এমন কিছুর সম্প্রচার করা যাবে না, প্রোগ্রাম কোড বা অনুষ্ঠানের নীতিমালা ভঙ্গ হলে উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার’, স্পষ্ট জানান অনুরাগ ঠাকুর। উস্কানিমূলক অনুষ্ঠান, সাম্প্রদিকর সম্প্রীতি নষ্ট করতে পারে এমন অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করতে সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে সেই নিয়ে অনুরাগ ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা এবং নারায়ন দাসগুপ্তর প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।
সংবাদপত্র ও অনান্য মুদ্রিত মাধ্যমের জন্য কী ব্যবস্থা নিচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দিষ্ট ‘কোড অফ এথিকস’ রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘন করলে সংগঠনের তরফে সেই অপরাধের যোগ্য ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ অনুসারে বা স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেই প্রেস কাউন্সিল।
অনুরাগ ঠাকুর আরও জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মানুসারে যদি কোনও সংবাদপত্র নীতিমালা লঙ্ঘন করে বা লঙ্ঘনের অভিযোগ আসে, তাহলে তদন্ত করা হয়। দোষী সাব্যস্ত হলে সংবাদপত্রের সম্পাদককে বা সংশ্লিষ্ট জার্নালিস্টকে সতর্ক করা হয়, উপদেশ দেওয়া হয় কিংবা ভর্ৎসনা করা হয়। প্রয়োজনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সুপারিশ মতো এবং ‘দ্য প্রিন্ট মিডিয়া অ্যাডভাইসারি পলিসি ২০২০’ মেনে ওই সংবাদপত্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকার।
For all the latest entertainment News Click Here