উলট পুরাণ! TRP’র লড়াইয়ে দেব-রুক্মিণীর কাছে হার সারেগামাপা’র, ‘দিদি’ কি নম্বর ১?
বৃহস্পতিবার টিআরপি রিপোর্ট সামনে আসতেই চোখ ছানাবড়া অনেকেই। ফিকশনের পাশাপাশি এই সপ্তাহে নন-ফিকশন জঁরেও বিরাট চমক। একদিকে তো ‘জগদ্ধাত্রী’র পাশাপাশি এক নম্বর স্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ও। সূর্য-দীপার পাশাপাশি স্টার জলসার এই সপ্তাহের সুপারহিট জুটি ‘দেবক্মিণী’। হ্যাঁ, নন-ফিকশনে সব হিসাব বদলে সারেগামাপা-কে স্লট হারা করল ‘ডান্স ডান্স জুনিয়র’। ইঙ্গিত মিলে ছিল আগেই, এবার আশঙ্কাই সত্যি হল। গত কয়েক সপ্তাহ ধরেই অল্পের জন্য সারেগামাপা-র কাছে হেরে যাচ্ছিল এই নাচের রিয়ালিটি শো, তবে চলতি সপ্তাহে ৫.২ রেটিং পয়েন্ট নিয়ে স্লট লিডার ‘ডান্স ডান্স জুনিয়র’। কথাকলি, আনন্দ, অমৃতাদের নাচ তো রয়েইছে, পাশাপাশি ভাসান বাপি-র কমিক টাইমিং, লাড্ডু-উদিতার মস্তি আর দেব-রুক্মিণীর রসায়ন সবই সুপারহিট। পাশাপাশি স্টার জলসা পরিবারের সদস্যদের আগমনে জমে উঠেছিল ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চ। তারই প্রতিফলন টিআরপি তালিকায়।
উনিশ-বিশের ফারাকে সারেগামাপা পিছিয়ে থাকলেও নন-ফিকশন জঁরের সেরার তাজ কিন্তু দখলে রাখল জি বাংলাই। হ্যাঁ, চলতি সপ্তাহে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পয়লা স্থান দখলে রেখেছে ‘দিদি নম্বর ১’ (৫.৩)। গত সপ্তাহে ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পর্বের রেটিং অনেকটা পড়ে গিয়েছিল, তবে এবার কামব্যাক করলেন রচনা। ফের দেখিয়ে দিলেন কেন এত বছর ধরে সাফল্যের সঙ্গে এই শো সঞ্চালনার করছেন তিনি।
এক নজরে দেখে নিন নন-ফিকশন জঁরের টিআরপি তালিকা-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৩)
ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.২)
সা রে গা মা পা (৫.১)
রান্নাঘর (১.১)
‘রান্নাঘর’-এর টিআরপি কোনভাবেই বাড়ছে না! এই সপ্তাহেও মাত্র ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়কে। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হচ্ছে নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। যা সঞ্চালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রাণী হালদার। সোম থেকে শনি সম্প্রচারিত হবে এই শো। তবে টাইম স্লট এখনও ঘোষণা করেনি কর্তৃপক্ষ। জোর জল্পনা ‘রান্নাঘর’-এর জায়গা নিতে পারে এই নতুন নন-ফিকশন শো। পরিবর্তে দুপুরের স্লটে চলে যাবে ‘রান্নাঘর’। পাশাপাশি ইতিমধ্যেই কোয়াটার ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’। এই শো শেষ হলে স্টার জলসায় শুরু হবে ‘সুপার সিঙ্গার ৪’। চলছে অডিশন পর্ব।
For all the latest entertainment News Click Here