‘উলটো দিক থেকে বয়স বাড়ছে?’, হৃতিকের গোঁফ-দাঁড়ি কামানো ছবি দেখে হতবাক নেটিজেনরা
গোঁফ-দাঁড়ি কামিয়ে নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন অভিনেতা হৃতিক রোশন। অভিনেতাকে এই লুকে দেখে রীতমতো চমকে গিয়েছেন ভক্তরা। সদ্য আসন্ন সিনেমা ‘বিক্রম বেদা’-এর ছবি শেয়ার করেছেন হৃতিক। ছবিতে বেদার চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের স্বার্থে গাল ভর্তি গোঁফ-দাঁড়ি রাখতে হয়েছিল তাঁকে। শ্যুটিং শেষ হতেই ক্লিন সেভে ধরা দিয়েছেন অভিনেতা।
২০১৯ সালে ‘ওয়ার’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল হৃতিককে। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন টাইগার শ্রফ। নেটমাধ্যমে ছবি শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘উপস’। ছবিতে অভিনেত্রী প্রীতি জিন্টা হৃদয়ের ইমোজি দিয়েছেন। তুতো বোন পশমিনা রোশন লিখেছেন, ‘এটা কে?’ জোয়া আখতার লিখেছেন, ‘হ্যালো’। কোরিওগ্রাফার পীযূষ ভগত মন্তব্য করেছেন, ‘আমার ধারণা ফাইটার মোড চালু রয়েছে।’
অভিনেতার এই ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, তাঁকে ‘কাহো না পেয়ার হ্যায়’-এর রোহিতের মতো লাগছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল তাঁর এই সিনেমা। লিখেছেন, ‘হে ঈশ্বর! এটা কেএনপিএইচ থেকে রোহিত।’ অপর একজনের মন্তব্য, ‘আপনার কি উলটো দিক থেকে বয়স বাড়ছে?’ এক ভক্তের মন্তব্য, ‘এই ২০ বছরের ছেলেটি কে?’ অপর একজনের প্রশ্ন, ‘ওএমজি এই বাচ্চাটা কে?’
পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন হৃতিক। অ্য়াকশন ছবির জন্য কঠোর পরিশ্রম করতে হবে অভিনেতাকে। মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, মার্শাল আর্টের বিভিন্ন ফর্মের প্রশিক্ষণ নেবেন তিনি। ‘ব্যাং ব্যাং’ এবং স্ম্যাশ হিট ‘ওয়ার’-এর পর আনন্দের সঙ্গে হৃতিকের তৃতীয় প্রোজেক্ট। এখন পর্যন্ত খবর, অক্টোবরে ছবির শ্যুটিং শুরু হবে।
For all the latest entertainment News Click Here