‘উলটো দিকের মানুষ হাত না ছাড়লে, আমিও ছাড়ি না’, কীসের অভিমান ‘অর্ধাঙ্গিনী’ জয়ার
কৌশিক গঙ্গোপাধ্যায় আবারও একটি সম্পর্কের গল্প নিয়ে হাজির হচ্ছেন। সম্পর্কের বিভিন্ন রং, বিভিন্ন দিক, টানাপোড়েন বারবার উঠে এসেছে এই পরিচালক তথা অভিনেতার ছবির গল্পে। এবারও তেমন এক সম্পর্কের গল্প নিয়ে আসছে অর্ধাঙ্গিনী। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি। অভিনয়ে থাকবেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান।
অর্ধাঙ্গিনী নামটা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে এখানে দাম্পত্য জীবনের গল্প ফুটে উঠবে। তবে তার সঙ্গে ধরা পড়বে প্রাক্তন এবং বর্তমানের সমান্তরাল গল্প। স্বামীর উপর কার অধিকার বেশি প্রাক্তন নাকি বর্তমানের, কে তাঁকে বেশি পেয়েছেন? কে অধিকার বেশি? কে তাঁকে চেনেন বেশি? এই সব নানা প্রশ্ন উঠে আসবে এখানে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে চূর্ণীকে কৌশিকের প্রাক্তন এবং জয়াকে বর্তমান স্ত্রী হিসেবে দেখা গিয়েছে।
নতুন ছবি মুক্তির আগে সেই বিষয় থেকে ব্যক্তি জীবনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তরেল দিলেন জয়া। এবিপি আনন্দকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে বললেন মনের কথা। আজকাল আকছার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অশান্তি, ডিভোর্সের ঘটনা দেখা যাচ্ছে। সমাজের সঙ্গে সঙ্গে কী দাম্পত্য জীবনের সমীকরণ পাল্টেছে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই বিচ্ছেদ, বনিবনা না হওয়া এগুলো কিন্তু আগেও ছিল। কিন্তু আগে মানুষ খানিকটা সমাজের জন্য, অন্যের কথা ভেবে একসঙ্গে থেকে যেতেন। জীবনটা কাটিয়ে ফেলতেন। এখন সেগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়, তাই জানতে পারি। খাতায় কলমে বিচ্ছেদ দেখি।’ কেবল বৈবাহিক সম্পর্ক নয়, অনুনয় সম্পর্কের ক্ষেত্রে? এই বিষয়ে জয়া বলেন, ‘আমি আমার তরফে শেষ পর্যন্ত একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমার সঙ্গে সহজে তাই কারও সম্পর্ক খারাপ হয় না। আমি ভালো সম্পর্ক বজায় রাখার বিশ্বাসী। এমনকি সেটা তখন পর্যন্ত যতক্ষণ না উল্টো দিক থেকে সম্পর্কটা শেষ করে দেওয়া হচ্ছে। আমি সম্পর্ককে লালন করতে চাই। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি। করতে চাই। সম্পর্কে ভুল বোঝাবুঝি তো থাকবেই, কিন্তু কাউকে আমি যখন ভালবাসব তাঁর খারাপটা নিয়েই বাসব।’
বিসর্জন থেকে বিজয়া, একাধিক ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। এই ছবিতে নতুন কোন অভিজ্ঞতা হল? অভিনেত্রীর কথায়, ‘কৌশিক দা অসাধারণ গল্প বলেন। ওঁর গল্প বলার ধরন এমনই যে জীবনের সঙ্গে যদি গল্পের মিল নাও থাকে তাহলেও আপনি অবলীলায় অভিনয় করে ফেলতে পারবেন।’
For all the latest entertainment News Click Here